Monday, October 6, 2025
Homeবিসিবি নির্বাচনে চমক: পরিচালক হলেন খালেদ মাসুদ, পিছিয়ে পড়লেন দেবব্রত পাল

বিসিবি নির্বাচনে চমক: পরিচালক হলেন খালেদ মাসুদ, পিছিয়ে পড়লেন দেবব্রত পাল

বিসিবি নির্বাচনে খালেদ মাসুদ পেয়েছেন বড় জয়। ৪৫ ভোটের মধ্যে ৩৫টি ভোট পেয়ে সাবেক অধিনায়ক নির্বাচিত হয়েছেন বোর্ডের পরিচালক হিসেবে। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট। নিরুত্তাপ এই নির্বাচনে অনেকটাই পূর্বানুমিত ফল এলেও, ক্যাটাগরি-৩ এ ছিল খানিক উত্তেজনা। মাসুদের জয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট অঙ্গনে, বিশেষ করে দেবব্রতের অভিযোগ ঘিরে।

মূল সংবাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এবারের নির্বাচনে খুব একটা চমকের কিছু ছিল না। নিরুত্তাপ এই নির্বাচনে বেশিরভাগ প্রার্থীই আগেভাগেই জয় নিশ্চিত করে রেখেছিলেন। তবে ক্যাটাগরি-৩ এ জমেছিল খানিক প্রতিযোগিতা। সেই প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ।

৪৫ ভোটের মধ্যে ৪৩টি পড়েছে এই ক্যাটাগরিতে। এর মধ্যে একটি ভোট বাতিল হয়। বাকি ৪২ ভোটের মধ্যে ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাসুদ। অন্যদিকে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট।

খেলোয়াড়ি জীবন শেষে কোচ ও ব্যবসায়ী হিসেবে ব্যস্ত ছিলেন খালেদ মাসুদ। এবার নতুন ভূমিকায় তিনি বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

তবে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই দেবব্রত পাল অভিযোগ তোলেন, “নির্বাচন প্রভাবিত করা হয়েছে ক্রিকেটের উচ্চপর্যায়ের ব্যক্তিদের মাধ্যমে।” তিনি ফলাফল প্রত্যাখ্যান করেন। কিন্তু মাসুদ অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

আরো পড়ুন :নারী বিশ্বকাপে টস বিতর্ক: পাকিস্তান অধিনায়ক বললেন ‘টেল’, ম্যাচ রেফারি শুনলেন ‘হেড’

বিসিবি নির্বাচনের সার্বিক চিত্র

মোট ১৯১ ভোটারের মধ্যে ১৫৬ জনের ভোট দেওয়ার কথা থাকলেও ভোট দেন ১১৫ জন। এতে ভোটের হার দাঁড়ায় ৭৩.৭১ শতাংশ। নির্বাচন কমিশনার শেখ জোবায়েদ হোসেন জানান, ক্যাটাগরি-১ এ ঢাকায় আমিনুল ইসলাম ও নাজমূল ১৫টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশালে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রার্থীরা নির্বাচিত হন। ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হন ১২ জন পরিচালক, যেখানে সর্বোচ্চ ৪২ ভোট পান ফারুক আহমেদ, ইসতিয়াক সাদেক ও শানিয়ান তানিম।

এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়েছেন ইশফাক আহসান ও ইয়াসির মো. ফয়সাল আশিক।

নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই আজ রাতেই নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও সহসভাপতি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ