বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নেতৃত্বে আবারও দেখা যাচ্ছে পরিচিত মুখ আমিনুল ইসলাম। অনুমিতভাবেই তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর, তাঁদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুলকে সভাপতি ঘোষণা করা হয়। এই ঘোষণার মাধ্যমে দেশের ক্রিকেট প্রশাসনে আবারও ফিরলেন অভিজ্ঞ এই সংগঠক।
বিসিবি সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত আমিনুল ইসলাম
আজকের নির্বাচন ছিল মূলত আনুষ্ঠানিকতা মাত্র। কারণ, আগেই ধারণা করা হয়েছিল যে আমিনুল ইসলামই আবার সভাপতি হচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন ফলাফল ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।
গত মে মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো বিসিবির সভাপতি হন আমিনুল। তখন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে তিনি দায়িত্ব পান। এবার তিনি ঢাকা বিভাগের পরিচালক হিসেবে জয়ী হয়ে নিজ যোগ্যতায় সভাপতি নির্বাচিত হলেন।
আরো পড়ুন:বিসিবি নির্বাচনে চমক: পরিচালক হলেন খালেদ মাসুদ, পিছিয়ে পড়লেন দেবব্রত পাল
সহসভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন
একই নির্বাচনে দুইজন সহসভাপতির নামও ঘোষণা করা হয় ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।
ফারুক আহমেদ আগে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, ফলে তাঁর অভিজ্ঞতা বোর্ডের কাজে বাড়তি গতি আনবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। অন্যদিকে শাখাওয়াত হোসেন পূর্বে বিসিবি সভাপতির ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তাঁদের দুজনকে নিয়ে বোর্ডের নতুন নেতৃত্বে অভিজ্ঞতা ও উদ্যমের সুন্দর সমন্বয় ঘটেছে।
পূর্ববর্তী সহসভাপতিরা এবার নেই
গত বোর্ডে সহসভাপতি ছিলেন ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন। তবে এবারের নির্বাচনে ফাহিম মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেন। আর নাজমূল এবার ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে একই বিভাগের পরিচালক নির্বাচিত হয়েছেন।
বিসিবির নতুন পর্বে প্রত্যাশা
নতুন এই নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট আরও উন্নতির পথে এগিয়ে যাবে এমন প্রত্যাশাই ক্রিকেটপ্রেমীদের। আমিনুল ইসলাম বোর্ডের স্থিতিশীলতা ও স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রমে বিশ্বাসী, ফলে তাঁর নেতৃত্বে দেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।