Wednesday, January 28, 2026
Homeবিসিবির চূড়ান্ত ভোটার তালিকায় রাখা হয়েছে বিতর্কিত ১৫ ক্লাবকে।

বিসিবির চূড়ান্ত ভোটার তালিকায় রাখা হয়েছে বিতর্কিত ১৫ ক্লাবকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে ফের আলোচনায় এসেছে বিতর্কিত ১৫ ক্লাব। তৃতীয় বিভাগ বাছাই লিগ না খেলেই একসময় উপরে ওঠা এই ক্লাবগুলোকে রেখেই আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়ার শঙ্কা কাটিয়ে নির্বাচন প্রক্রিয়ায় থাকছে তারা।

নাজমুল হাসান পাপন সভাপতির সময়ে বিশেষ সুবিধা নিয়ে ১৮টি ক্লাব সরাসরি তৃতীয় বিভাগে জায়গা করে নেয়। পরে তিনটি ক্লাব আবার নিচে নেমে যাওয়ায় বর্তমানে থাকে ১৫টি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছিল, এসব ক্লাবকে ওঠানোর প্রক্রিয়া ছিল অস্বচ্ছ। তবে নির্বাচন কমিশন যুক্তি দিয়েছে—শুধু অভিযোগ থাকলেই শাস্তি দেওয়া যায় না, প্রমাণ ছাড়া কাউকে বাদ দেওয়া উচিত নয়। তাই চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পেল বিতর্কিত এই ১৫ ক্লাব।

২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকায় এই ক্লাবগুলোকে রাখা হয়নি। তবে আপিল প্রক্রিয়ার পর কমিশন তাদের অবস্থান পাল্টে দেয়। যুক্তি হিসেবে বলা হয়, অভিযোগ এখনো প্রমাণিত নয়। ফলে ভোটাধিকারের সুযোগ দেওয়া হয়েছে। এর বাইরে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা ছাড়া সব জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরদের নামও যুক্ত হয়েছে তালিকায়।

চূড়ান্ত তালিকায় আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং সাবেক সভাপতি ফারুক আহমেদও। তামিমকে নিয়ে আপত্তি ছিল তিনি নাকি এখনো ‘সাবেক ক্রিকেটার’ নন এবং ওল্ড ডিওএইচএসের প্রকৃত প্রতিনিধি নন। তবে নির্বাচন কমিশন সেই অভিযোগ আমলে নেয়নি। ফারুকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সময়মতো মনোনয়ন ফর্ম জমা দেননি। লিখিত ব্যাখ্যা দেওয়ার পর সেটি গ্রহণ করেছে কমিশন।

আরো পড়ুন : রংপুরের বিপক্ষে বড় জয়ের আনন্দে উদযাপন করছে ঢাকা বিভাগ।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির বহুল আলোচিত এই নির্বাচন। আগামীকাল (২৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণ এবং ২৮ সেপ্টেম্বর জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে। ফলে বিতর্কিত ১৫ ক্লাবসহ সব কাউন্সিলরদের নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে বিসিবি।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ