Saturday, October 25, 2025
Homeবিশ্বসেরার তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম,

বিশ্বসেরার তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম,

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি স্টেডিয়ামের তালিকায়। ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ‘ক্রিকেট ৩৬৫’ সম্প্রতি প্রকাশ করেছে এই তালিকা। প্রতিবেদনে সিলেট স্টেডিয়ামকে বর্ণনা করা হয়েছে সবুজ পাহাড় ও চা–বাগানের মাঝে গড়া এক স্বপ্নময় ক্রিকেট ভেন্যু হিসেবে, যেখানে সকাল বা সন্ধ্যার আলোয় খেলা যেন রঙিন হয়ে ওঠে প্রকৃতির সৌন্দর্যে।

সবুজে ঘেরা সিলেট স্টেডিয়াম এখন বিশ্বসেরার তালিকায়

বাংলাদেশের উত্তর–পূর্বাঞ্চলের পাহাড় ও চা–বাগানের মনোরম পরিবেশে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে ক্রিকেট ৩৬৫। প্রতিবেদনে বলা হয়েছে, স্টেডিয়ামটির চারপাশের নির্মল সবুজ ও পাহাড়ের ছোঁয়া ক্রিকেটপ্রেমীদের চোখে এনে দেয় শান্তি ও স্বস্তি।

বিশেষ করে সকাল বা গোধূলি বেলায় খেলার সময় যখন পাহাড়ের উপর কুয়াশা জমে আর আলো মিশে যায় মাঠের ঘাসে, তখন দৃশ্যটি হয়ে ওঠে এক রূপকথার মতো সুন্দর বলেছে ক্রিকেট ৩৬৫।

আরো পড়ুন : নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত,

আন্তর্জাতিক ক্রিকেটে সিলেটের যাত্রা

২০০৭ সালে নির্মিত এই স্টেডিয়াম আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে ২০১৪ সালের ১৭ মার্চ, টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে। এরপর থেকে সিলেটের এই ভেন্যুতে আয়োজন করা হয়েছে বহু আন্তর্জাতিক ম্যাচ, বিপিএল আসরসহ নানা টুর্নামেন্ট। মনোরম পরিবেশ ও আধুনিক অবকাঠামোর কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়মিতভাবেই এই মাঠে বড় ম্যাচ আয়োজন করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ