Thursday, October 9, 2025
Homeনাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল

নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল এবার দারুণ ফর্মে। গ্রুপ পর্বে টানা তিন জয় ও শেষ ষোলোয় নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। ম্যাচের শুরুতেই আলেহো সারকোর দ্রুততম গোল দলকে এগিয়ে দেয়। চার ম্যাচে ১২ গোল করে মাত্র ২ গোল হজম করেছে তরুণ আর্জেন্টাইনরা যা ভবিষ্যতের জন্য দারুণ ইঙ্গিত দিচ্ছে।

মূল প্রতিবেদন:

চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোয় একতরফা জয় পেল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। প্রতিপক্ষ নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে ১৪ বছর পর তারা উঠল কোয়ার্টার ফাইনালে।

দুই বছর আগে নিজেদের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নাইজেরিয়ার কাছেই হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। এবার সেই হারই যেন হয়ে উঠল অনুপ্রেরণা। সান হুয়ানে পাওয়া পুরোনো কষ্টের বদলা দিল সান্তিয়াগোয় তরুণরা।

আরো পড়ুন:জিতেও দলের সিনিয়র ক্রিকেটারের আউট নিয়ে ক্ষুব্ধ আফগান অধিনায়ক হাশমতউল্লাহ

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আর্জেন্টাইনরা। মাত্র ১ মিনিট ৬ সেকেন্ডে বায়ার লেভারকুসেনের তরুণ ফরোয়ার্ড আলেহো সারকো গোল করে দলকে এগিয়ে দেন। এটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার ইতিহাসে দ্রুততম গোল। আগের রেকর্ড ছিল ২০০১ সালের ফ্যাব্রিসিও কোলোচ্চিনির ২ মিনিটে।

২৩ মিনিটে ফ্রি কিক থেকে চমৎকার এক গোল করেন উইঙ্গার মাহের কারিজ্জো। বিরতির পর ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে আরও একবার জালের দেখা পান তিনি। ৬৬ মিনিটে ইন্টার মায়ামির তরুণ তারকা মাতেও সিলভেত্তি দারুণ এক গোল করে ব্যবধান ৪-০ করেন।

গ্রুপ পর্বে তিন ম্যাচে ৮ গোল করা আর্জেন্টিনা এখন চার ম্যাচে মোট ১২ গোলের মালিক। বিপরীতে তাদের জালে বল জড়িয়েছে মাত্র দুইবার। কোচ ডিয়েগো প্লাসেন্তের দল এখন টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে দেখা যাচ্ছে।

আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো। অন্যদিকে ফ্রান্স মুখোমুখি হবে নরওয়ের, আর স্পেন লড়বে কলম্বিয়ার বিপক্ষে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ