ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি চার মাস পর দেশে ফিরেছেন। মঙ্গলবার সকালে দিল্লি বিমানবন্দরে তাঁকে দেখা যায়, তবে ভক্তদের সঙ্গে সেলফি তোলার অনুরোধ উপেক্ষা করে দ্রুত গাড়ির দিকে এগিয়ে যান তিনি। জানা গেছে, কোহলি সরাসরি ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়া সফরের আগে, যেখানে আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ।
বিরাট কোহলির দেশে ফেরা ঘিরে ভক্তদের উচ্ছ্বাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) প্রথমবারের মতো শিরোপা জেতানোর পরই স্ত্রী অনুষ্কা শর্মা ও দুই সন্তানকে নিয়ে লন্ডনে চলে গিয়েছিলেন কোহলি। প্রায় চার মাস পর মঙ্গলবার সকালে দিল্লিতে পা রাখেন তিনি। তবে ভক্তদের চমকে দিয়ে কোনো যোগাযোগ ছাড়াই সরাসরি গাড়িতে উঠে পড়েন।
আরো পড়ুন: আজকের সোনার দাম – ১৪ অক্টোবর ২০২৫
বিসিসিআই (BCCI) সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া সফরে অংশ নিতে ভারতীয় দল দুটি ভাগে যাত্রা করবে ১৫ অক্টোবর। একটি দল সকালে, অপরটি সন্ধ্যায় রওনা দেবে। কোহলি থাকবেন প্রথম দলের সঙ্গে, যাদের গন্তব্য পার্থ, যেখানে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর।
দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি
এ বছরের মাঝামাঝি চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি বিরাট কোহলিকে। টেস্ট থেকে অবসর নেওয়ার পর এটাই হবে তাঁর প্রথম আন্তর্জাতিক সিরিজ। ফলে এই সফরকে ঘিরে চলছে ব্যাপক আগ্রহ। অনেকেই মনে করছেন, আসন্ন সিরিজটি কোহলির ক্যারিয়ারে নতুন মোড় আনতে পারে।
ভবিষ্যৎ নিয়ে জল্পনা ও দলের আস্থা
সম্প্রতি প্রধান নির্বাচক অজিত আগারকার কোহলি ও রোহিত শর্মার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এতে শুরু হয় গুঞ্জন—অস্ট্রেলিয়া সফরটি কি ‘পারফর্ম না পারলে বাদ’ ট্যুর হতে যাচ্ছে? তবে নতুন ওয়ানডে অধিনায়ক শুভমন গিল এই জল্পনা নাকচ করে বলেন, “দল তাদের অভিজ্ঞতা ও ম্যাচ জেতানোর ক্ষমতার জন্যই কোহলি ও রোহিতকে চায়।”
আরো পড়ুন: আগামীকালের আবহাওয়া ১৫ অক্টোবর ২০২৫
অন্যদিকে, আগারকার ও প্রধান কোচ গৌতম গম্ভীরের মধ্যে আলোচনা চলছে এই দুই সিনিয়র ক্রিকেটারের ফিটনেস ও ধারাবাহিকতা নিয়ে। তারা চাইছেন, কোহলি ও রোহিত যেন ডিসেম্বরের বিজয় হাজারে ট্রফিতে অংশ নেন, যা হবে কোহলির জন্য ১৫ বছর পর এই টুর্নামেন্টে ফেরা।
সব কিছু ঠিক থাকলে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দেখা যাবে তাঁকে। ফলে ২০২৫ সালের শেষ প্রান্তে এসে কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে।