Monday, November 17, 2025
Homeবিবাহ বার্ষিকীতে চঞ্চল চৌধুরীর নস্টালজিক পোস্ট: “ভুলে যাওয়াটা আমার একটা অসুখ

বিবাহ বার্ষিকীতে চঞ্চল চৌধুরীর নস্টালজিক পোস্ট: “ভুলে যাওয়াটা আমার একটা অসুখ

ঢাকা, ২৮ আগস্ট – আজ বৃহস্পতিবার অভিনেতা চঞ্চল চৌধুরী ও তার স্ত্রী শান্তার বিবাহবার্ষিকী। এ উপলক্ষে বুধবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে তারা পুরনো একটি ছবি শেয়ার করেছেন। ছবিটির মাধ্যমে নস্টালজিক চঞ্চল লিখেছেন নিজের ভুলে যাওয়ার ‘অসুখ’-এর কথা।

চঞ্চল পোস্টে লিখেছেন, “এই ছবিটা অনেক বছর আগের… আজ থেকে প্রায় পনেরো বছর আগের তোলা। সম্ভবত কোনো পত্রিকার ফটোসাংবাদিক বাসায় এসে ছবিটা তুলেছিলেন। ছবিতে আমাকে, আমার স্ত্রী শান্তা এবং একমাত্র পুত্র শুদ্ধকে দেখা যাচ্ছে। শুদ্ধ তখন অনেক ছোট… আমিও বড় ছোট ছিলাম!”

অভিনেতা আরও জানান, “আজ যে আমাদের বিবাহবার্ষিকী, সেটাও ভুলে গিয়েছিলাম… কততম, সেটা পর্যন্ত মনে করতে পারছি না। শান্তা যখন কিছুক্ষণ আগে দুটো শব্দ লিখে মনে করাল, ভেতরে কিছুটা লজ্জা এবং অপরাধবোধ কাজ করছিল।”

আরো পড়ুন:

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার অতিক্রম: বিদেশি মুদ্রার পরিস্থিতি উজ্জ্বল

চঞ্চল নিজের ভুলে যাওয়ার অভ্যাসকে ‘অসুখ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমার মনে ছিল না, প্রায় বছরই এ রকম ঘটে। অভিনেতা হিসেবে এখন পর্যন্ত অনেকটা সফল হলেও পারসোনাল লাইফে কিন্তু আমার অনেক অসফলতা রয়েছে। আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখ। এত কিছুর পরেও হেড অফিস থেকে তেমন বড় কোনো অভিযোগ আসেনি, তাই এখনো টিকে আছি।”

পোস্টের শেষে চঞ্চল তার স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

চঞ্চল চৌধুরীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে পবিত্র ঈদুল আজহার দুই সিনেমা ‘উৎসব’ ও ‘ইনসাফ’-এ। ‘উৎসব’-এ তিনি ভূতের চরিত্রে অভিনয় করেছেন, আর ‘ইনসাফ’-এর শেষ দৃশ্যে অতিথি চরিত্রে উপস্থিত হয়েছেন, যেখানে তিনি ভয়ংকর এক খলনায়কের চরিত্রে হাজির হয়েছেন। দুই সিনেমাতেই তার অভিনয়কে প্রশংসা করা হয়েছে।

দ্রষ্টব্য: এখানে প্রকাশিত তথ্য চঞ্চল চৌধুরীর ফেসবুক পোস্ট এবং সরকারি সূত্রের উপর ভিত্তি করে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ