Wednesday, September 17, 2025
Homeবিকিনি দৃশ্যে হইচই: পেছনের গল্প শোনালেন মিমি চক্রবর্তী

বিকিনি দৃশ্যে হইচই: পেছনের গল্প শোনালেন মিমি চক্রবর্তী

আসন্ন দুর্গা পূজায় মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘রক্তবিজ ২’। সিনেমাটির গানে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিকিনি লুক ইতোমধ্যেই তুমুল সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। নীল টু পিস বিকিনিতে তার উপস্থিতি বাংলা সিনেমায় নতুন মাত্রা যোগ করেছে, যা নিয়ে চলছে নানামুখী আলোচনা।

কেন নিলেন সাহসী সিদ্ধান্ত

একটি সাক্ষাৎকারে মিমিকে প্রশ্ন করা হয়, কয়েক বছর আগেও ঘনিষ্ঠ দৃশ্য না করার জন্য সিনেমা ছেড়ে দিয়েছিলেন। এখন এসে কেন এমন সাহসী পোশাকে ধরা দিলেন? উত্তরে তিনি বলেন, “বাংলা সিনেমায় বিকিনি পরে আসা এত সহজ কিছু নয়। তবে আমি কার সঙ্গে কাজ করছি আর কাজের পরিবেশ কেমন—এসব আমার কাছে গুরুত্বপূর্ণ। শিবুদা (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) প্রস্তাব দেওয়ার পর এক মুহূর্তও দেরি করিনি, সোজা ‘হ্যাঁ’ বলে দিয়েছি।”

কঠিন প্রস্তুতির গল্প

মিমি জানান, ‘হ্যাঁ’ বলার পরই বুঝতে পারলেন, নিজেকে প্রস্তুত করা দরকার। তাই সঙ্গে সঙ্গেই নিজের ট্রেইনারকে ফোন করেন। ট্রেইনার তাকে আশ্বস্ত করেন যে তিনি বিকিনি লুকের জন্য তৈরি। এরপরও তিনি কঠোর পরিশ্রম ও বিশেষ ওয়ার্কআউটের মাধ্যমে নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করেন।

মিমি চক্রবর্তী
মিমি চক্রবর্তী। ছবি: ইন্সটাগ্রাম

শুটিংয়ের অভিজ্ঞতা

বিকিনি পরে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মিমি বলেন, “পানি থেকে ওঠার একটি দৃশ্য ছিল, সেটি আমার স্বপ্নের শট। সালমা হায়েকসহ অনেক নামী অভিনেত্রীকে আমরা এ ধরনের শট দিতে দেখেছি। তবে প্রচণ্ড রোদে বারবার একই শট দেওয়া সত্যিই কষ্টসাধ্য ছিল।”
সহঅভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে রসায়ন নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

অতীত থেকে বর্তমান

মিমি স্বীকার করেন, “আজ থেকে ১০ বছর আগে আমাকে যদি কেউ এই প্রস্তাব দিত, আমি হয়তো রাজি হতাম না। তখন আমার আত্মবিশ্বাস এতটা ছিল না।” তবে সময়ের সঙ্গে বদল এসেছে তার মানসিকতায়, আর সেই আত্মবিশ্বাসের জোরেই আজ সাহসী লুকে সামনে এসেছেন তিনি।

আরো পড়ুন:

ভারতের নায়িকা আর পাকিস্থানের নায়ক, সিনেমার বিরুদ্ধে প্র্রতিবাদ

আজকের রাশিফল ১৪ সেপ্টেম্বর ২০২৫: মেষ থেকে মীন পর্যন্ত দিন কেমন যাবে

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ