Friday, September 26, 2025
Homeবিএমডব্লিউর উৎসব অফার: জিএসটি ছাড়ে দাম কমলো সর্বোচ্চ ১৩.৬০ লাখ টাকা

বিএমডব্লিউর উৎসব অফার: জিএসটি ছাড়ে দাম কমলো সর্বোচ্চ ১৩.৬০ লাখ টাকা

বিলাসবহুল গাড়ি ও মোটরসাইকেলের নতুন দামে আকর্ষণীয় ফাইন্যান্স সুবিধা। ভারতে উৎসব মৌসুমকে সামনে রেখে বিলাসবহুল গাড়ি নির্মাতা বিএমডব্লিউ ঘোষণা করেছে বিশেষ অফার। জিএসটি ২.০ পুনর্গঠনের সুবিধায় প্রতিষ্ঠানটি তাদের গাড়ি ও মোটরসাইকেলের দাম কমিয়েছে সর্বোচ্চ ১৩.৬০ লাখ টাকা পর্যন্ত। আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে নতুন দামের এ তালিকা কার্যকর হবে।

জিএসটি ছাড়ে বড় অঙ্কের মূল্যহ্রাস

নতুন দামে বিএমডব্লিউ, মিনি ও বিএমডব্লিউ মোটরাডের প্রায় সব মডেলেই মিলছে উল্লেখযোগ্য ছাড়। জনপ্রিয় BMW M8 এখন পাওয়া যাবে ২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার রুপিতে, যা আগের চেয়ে ১৩ লাখ ৬০ হাজার রুপি কম। BMW 7 সিরিজ 740i M Sport এর দাম নেমে এসেছে ১ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার রুপিতে, যা প্রায় ১০ লাখ রুপি কম।

অন্যদিকে BMW 5 সিরিজ 530Li M Sport এর দাম কমেছে ৪ লাখ ১৫ হাজার রুপি এবং BMW X5 এখন পাওয়া যাচ্ছে প্রায় ৫ লাখ রুপি কম মূল্যে। পারফরম্যান্স মডেলগুলোর মধ্যে BMW M340i xDrive ও BMW Z4 M40i যথাক্রমে ৪ লাখ ২৫ হাজার ও ৫ লাখ রুপি কমে বিক্রি হচ্ছে।

মোটরসাইকেল ও মিনি কুপারেও ছাড়

বিএমডব্লিউর উৎসব অফার জিএসটি ছাড়ে দাম কমলো সর্বোচ্চ ১৩. ৬০ লাখ টাকা 2
BMW. ছবি: সংগৃহীত

গাড়ির পাশাপাশি বিএমডব্লিউ মোটরাডও তাদের মোটরসাইকেলের দাম কমিয়েছে। জনপ্রিয় BMW G 310 RR এখন বিক্রি হবে ২ লাখ ৮১ হাজার রুপিতে, যা আগের চেয়ে ২৪ হাজার রুপি সাশ্রয়ী। এছাড়া প্রিমিয়াম স্কুটার BMW C 400 GT এর দাম কমেছে ৯২ হাজার রুপি।

আরো পড়ুন: আগামী ছয় মাসে আসছে ৪টি নতুন মিডসাইজ এসইউভি

অন্যদিকে Mini Cooper S JCW Pack এর দাম কমেছে ৩ লাখ ১০ হাজার রুপি পর্যন্ত, যা বিলাসবহুল হ্যাচব্যাকপ্রেমীদের জন্য বাড়তি সুবিধা দেবে।

ফাইন্যান্স সুবিধায় সহজ মালিকানা

বিএমডব্লিউর উৎসব অফার জিএসটি ছাড়ে দাম কমলো সর্বোচ্চ ১৩. ৬০ লাখ টাকা 1
BMW. ছবি: সংগৃহীত

শুধু দাম কমানো নয়, বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়া গ্রাহকদের জন্য এনেছে বিভিন্ন ফাইন্যান্স স্কিম। এর মধ্যে রয়েছে লো ইএমআই, প্রতিযোগিতামূলক সুদের হার, বুলেট প্ল্যান ও বেলুন প্ল্যান। বুলেট প্ল্যানে ১১ মাস কম ইএমআই দিতে হবে, আর ১২তম মাসে একটি বড় অঙ্ক পরিশোধ করতে হবে। অন্যদিকে বেলুন প্ল্যানে পুরো মেয়াদ জুড়ে কম ইএমআই থাকলেও মেয়াদ শেষে বড় অঙ্কে পরিশোধ করতে হবে।

এছাড়া অ্যাশিউরড বাইব্যাক স্কিম গ্রাহকদের পুনর্বিক্রয় মূল্যের ঝুঁকি থেকে সুরক্ষা দেবে।

কোম্পানির মন্তব্য

ঘোষণা প্রসঙ্গে বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও সিইও হরদীপ সিং ব্রার বলেন,
“উৎসবের সময় গ্রাহকদের জন্য বিএমডব্লিউ বা মিনি গাড়ি কেনা শুধু স্মরণীয় অভিজ্ঞতাই নয়, এ সময় তারা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় অফার ও সহজ ফাইন্যান্স সুবিধা।”

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ