
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। সকল বাচ্চা বা শিশুরা ঈদের সময় উপহার পেতে চায়। আপনি যদি আপনার বাচ্চাদের জন্য ঈদের উপহার দিতে চান তাহলে এই ঈদের উপহার দিতে পারেন। নিচে ঈদ উপহার তালিকা দেওয়া হলো।
কোন ধরনের ঈদ উপহার দিতে হবে বাচ্চাদের?
বাচ্চাদের ঈদে এমন কিছু উপহার দিতে হবে যা পেলে তারা খুশি হয়। তাছাড়া বাচ্চদের যদি খেলনা উপহার দিতে চান তাহলে গুলো এমন ভাবে দেবেন যে তার মাধ্যমে তারা যেন নতুন কিছু শিখতে পারে। তাদের সৃজনশীল জ্ঞান বৃদ্ধি পায়।
উপহার কয় ধরনের হয়ে থাকে?
- খেলনা। যার দ্বারা সেই শিশুর নতুন বিকাশ হবে।
- ব্যবহারের জন্য বিভিন্ন পোশাক বা আসবাবপত্র।
- এছাড়া বিভিন্ন খাবার। যে খাবার গুলো খেলে তাদের স্বাস্থের উন্নতি হবে।
সেরা বাচ্চাদের জন্য ঈদের উপহার
আজকে আমি আপনাদের খেলনা বা সৃজনশীল জ্ঞান বাড়বে এমন কিছু উপহার এর নাম সাজেস্ট করছি।
- খেলনা ডিজিটাল বা ভিডিও ক্যামেরা।
- রোবট ১ এর ভিতর ৩।
- মিনি ডিপোজিট এটিএম মেশিন
- মাইক্রোস্কোপ সেট
- ইন্টারেক্টিভ টেডি বিয়ার
- ম্যাজিক ড্রয়িং বোর্ড
১. খেলনা ডিজিটাল বা ভিডিও ক্যামেরা (Cute Kids Video Camera Children Digital Camera)

আপনি যদি আপনার সন্তানকে একটি ডিজিটাল ক্যামেরা কিনে দেন তাহলে সে অনেক খুশি হবে। আপনি নিজের কথা চিন্তা করেন আপনি যদি একটি ক্যামেরা পান তাহলে কত খুশি হবেন। এছাড়াও বাচ্চাদের ক্যামেরা কিনে দিলে তারা এর প্রতি আকৃষ্ট হবে। আপনি যদি আপনার ছেলেকে ক্যামেরা ম্যান এই ফিল্ডে ক্যারিয়ার গড়তে চান তাহলে এটা কাজে দিবে।
একজন প্রফেশনাল ক্যামেরা ম্যান হতে পারলে যার ক্যারিয়ার সেট। কারণ এই ফিল্ডে অনেক টাকা আয়ের উৎস রয়েছে। তাই আপনার বাচ্চাদের জন্য ঈদের উপহার হিসেবে একটি খেলনা ডিজিটাল ক্যামেরা কিনে দিতে পারেন।
আরো পড়ুন: নতুন সংশোধিত এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ pdf ডাউনলোড
২. খেলনা রোবট ১ এর ভিতর ৩ (PlayWorld Robotic Revolution 3-in-1 Take-A-Part Robot Toy)

আপনার বাচ্চাকে একটি খেলনা রোবট কিনে দিতে পারেন। কারণ এই রোবট গুলো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। এটি সৃজনশীল দক্ষতা বাড়ায়। তাই আপনি এই ঈদ উপহারটি কিনতে পারেন।
৩. মিনি ডিপোজিট এটিএম মেশিন (Mini Piggy Bank Safe Box Money Coin ATM Bank Toy)

আপনার বাচ্চাকে সঞ্চয়ী করে তুলতে আপনি এই মিনি ডিপোজিট এটিএম মেশিন ক্রয় করে দিতে পারেন। কারণ এই এটিএম মেশিনটির মাধ্যমে বাচ্চারা আনন্দের সাথে টাকা ডিপোজিট করবে। যার ফলে এক সময় তার এই সঞ্চয়ের টাকা গুলো দিয়ে সে ভালো একটি কাজ অথবা তার শখ মেটাতে পারবে।
এই উপহারটি আপনি কিনে দিতে পারেন। উপরের ঈদ উপহার গুলো থেকে এটি বেশ ইউনিক। আপনি বাচ্চাদের জন্য ঈদের উপহার দিতে চান তাহলে এমনই কোন উপহার দিন।
আরো পড়ুন: ১০+ ইউনিক গিফট আইডিয়া
৪. খেলনা মাইক্রোস্কোপ সেট (Microscope Set Educational Learning Toys Scientific)
আপনার বাচ্চাকে যদি ডাক্তার বানানো ইচ্ছা থাকে তাহলে আপনি এই ধরনের ঈদ উপহার কিনে দিতে পারেন। বাচ্চারা প্রথমে এগুলো দিয়ে খেলা করবে পরে যখন তাদের ভালো লাগবে তারা মন দিয়ে বিভিন্ন গবেষনা করতে। তাই আপনি আপনার বাচ্চাদের খেলনা মাইক্রোস্কোপ সেট কিনে দিতে পারেন।
৫. ইন্টারেক্টিভ টেডি বিয়ার
বাচ্চারা টেডি বিয়ার গুলো পেলে বেশ খুশি হয়। কারণ টেডি বিয়ার গুলো দেখতে অনেক সুন্দর দেখায় যার ফলে তারা এমন উপহার পছন্দ করে থাকে। বিভিন্ন টেডি বিয়ার রয়েছে তাছাড়াও হাতি, ইদুর, বিড়াল রয়েছে যেগুলো আপনি বাচ্চাদের জন্য ঈদের উপহার হিসেবে দিতে পারেন।
৬. ম্যাজিক ড্রয়িং বোর্ড
আপনি আপনার বাচ্চাকে ম্যাজিক ড্রয়িং বোর্ড কিনে দিতে পারেন। এগুলোতে বাচ্চারা ভালো লিখে। কারণ তারা মোবাইলের প্রতি বেশি আসক্ত। এই বোর্ড গুলো দেখতে মোবাইলের মতো যার কারণে তারা ভালো লিখে। আপনার বাচ্চাকে একটি ম্যাজিক ড্রয়িং বোর্ড কিনে দিয়ে টাকা বৃথা যাবে না।
বাচ্চাদের জন্য ঈদের উপহার আইডিয়া ২০২৫
- ক্যাপ বা টুপি
- চশমা
- বল
- খেলনা গাড়ি
- টি-শার্ট
- জুতা
- স্কুল ব্যাগ
- পানির পট
- বাশি
- খেলনা মোবাইল
বাচ্চাদের জন্য ঈদের উপহার দিতে পারেন যা পেলে তারা অনেক খুশি হবে। উপরের গিফট গুলো একটু ইউনিক আর নিচে যে এই উপহার গুলো কমন উপহার। সবাই এই ধরনের উপহার বাচ্চাদের দিয়ে থাকে।