টাইগার শ্রফ অভিনীত বাঘি ৪ মুক্তির দুই দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ২৮.৫০ কোটি রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিন কিছুটা ধীরগতির সূচনা হলেও, দ্বিতীয় দিনে চলচ্চিত্রটি স্থিতিশীল ব্যবসা বজায় রেখেছে। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, আর পরিচালনা করেছেন এ. হর্ষা।
দ্বিতীয় দিনে কত আয় করলো বাঘি ৪?
প্রথম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় ছিল মাত্র ১৭.১৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে ভারতের আয় দাঁড়ায় প্রায় ৯ কোটি রুপি, ফলে দুই দিনে ভারতে মোট নেট কালেকশন হয়েছে ২১.২৫ কোটি রুপি। গ্রস কালেকশন হয়েছে ২৫.২৫ কোটি রুপি। বিদেশি বাজার থেকে যোগ হয়েছে আরও ৩.২৫ কোটি রুপি। সব মিলিয়ে দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ২৮.৫০ কোটি রুপি।
Emergency ছাড়িয়ে গেল, তবে এখনও পেছনে Deva
এই আয়ের মাধ্যমে বাঘি ৪ ইতিমধ্যেই কঙ্গনা রানাউতের Emergency ছবির লাইফটাইম কালেকশন (২৩.৭৫ কোটি) ছাড়িয়ে গেছে। তবে শাহিদ কাপুরের Deva ছবির লাইফটাইম কালেকশন (৫৫.৮ কোটি) ছাড়াতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।
আরো পড়ুন: রক্তচাঁদ দেখা যাবে আজ রাতে: কয়টায় দেখা যাবে, কতক্ষণ থাকবে?
ছবিতে কারা আছেন?
টাইগার শ্রফের সঙ্গে এই অ্যাকশন থ্রিলারে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, হর্ণাজ কৌর সান্ধু, সোনম বাজওয়া, শ্রেয়াস তালপাড়ে, সৌরভ সচদেবা, উপেন্দ্র লিময়ে ও শিবা আকাশদীপ সাবির। ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই এর অতিরিক্ত সহিংসতা ও রক্তাক্ত দৃশ্যের সমালোচনা করেছেন। তবে টাইগারের ভক্তরা আগের মতোই ভালোবাসা দেখাচ্ছেন।
টাইগারের প্রতিক্রিয়া
ছবির মুক্তির পর নিজের ইনস্টাগ্রামে ভক্তদের ধন্যবাদ জানিয়ে টাইগার শ্রফ লিখেছেন—
“আপনাদের ভালোবাসা ও প্রতিক্রিয়ায় আমি অভিভূত। যদিও সে আগের মতো নেই…তবুও প্রথম দিন থেকেই যেভাবে তাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসা এখনো একই রকম রয়েছে।”