Thursday, August 21, 2025
Homeবাংলাদেশ সীমান্তে আবারও বিএসএফের গুলি, পঞ্চগড়ে নিহত ১

বাংলাদেশ সীমান্তে আবারও বিএসএফের গুলি, পঞ্চগড়ে নিহত ১

ডেস্ক রির্পোট: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানী সীমান্তে বিএসএফের গুলিতে মানিক হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিখোঁজের দুই দিন পর শনিবার সকালে করতোয়া ও সাও নদীর মিলনস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও বিজিবি। নিহতের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার ভোরে গরু আনার উদ্দেশ্যে কয়েকজন সীমান্তে গেলে বিএসএফ গুলি চালায়। এতে পালিয়ে গেলেও নিখোঁজ হন মানিকসহ চারজন। শনিবার সকালে মানিকের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।

এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ ছিলেন। এর মধ্যে আব্দুল হুদা ওরফে জমির উদ্দিন নামে একজনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। তবে এখনো দুইজন নিখোঁজ রয়েছেন বলে দাবি স্থানীয়দের।

দেবনগড় ইউনিয়নের ইউপি সদস্য আইবুল ইসলাম বলেন, বিএসএফ নির্বিচারে গুলি চালিয়ে মানিককে হত্যা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। যদি কেউ অপরাধ করে থাকে তবে তাকে আইনের আওতায় আনুক, কিন্তু সীমান্তে গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তেঁতুলিয়া মডেল থানার তদন্ত পরিদর্শক নাজির হোসেন জানান, নিহত যুবকের মাথায় গুলির আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ফেরত আসা ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ