Saturday, October 25, 2025
Homeবাংলাদেশ সফরে টোয়েন্টি দল শক্তিশালী করল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ সফরে টোয়েন্টি দল শক্তিশালী করল ওয়েস্ট ইন্ডিজ

বাড়তি স্পিনার নিয়ে টি–টোয়েন্টি সিরিজের জন্য নতুন দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে স্পিনারদের দাপটে বাংলাদেশ জয় পাওয়ার পর চট্টগ্রামের টার্নিং উইকেটের কথা মাথায় রেখে দলটি দলে যুক্ত করেছে বাঁহাতি স্পিনার খারি পিয়েরে। ইনজুরির কারণে দুই পেসার ছিটকে যাওয়ায় দল এখন ১৪ জনে সীমিত হলেও স্পিন আক্রমণ আরও শক্তিশালী হয়েছে ক্যারিবীয়দের।চট্টগ্রাম টেস্টে স্পিন বাড়াতেই ওয়েস্ট ইন্ডিজের নতুন পরিকল্পনা

ওয়ানডে সিরিজে স্পিনারদের আধিপত্যে বিপাকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সব দশটি উইকেটই নিয়েছিলেন স্পিনাররা। সেই অভিজ্ঞতা থেকেই টি–টোয়েন্টি সিরিজের দল সাজিয়েছে সফরকারীরা। চট্টগ্রামের স্পিন সহায়ক কন্ডিশন মাথায় রেখে বাড়তি স্পিনার খারি পিয়েরেকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

তবে স্কোয়াডের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪ জনে। ইনজুরির কারণে দলে থাকছেন না দুই পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস। তাদের জায়গায় ওয়ানডে স্কোয়াডে নেওয়া হয়েছিল আকিল হোসেন ও রেমন সিমন্ডসকে। এবার পিয়েরেকে অন্তর্ভুক্ত করা হলো টি–টোয়েন্টি দলে।

স্পিনে ভর করেই জয় খুঁজবে ওয়েস্ট ইন্ডিজ

খারি পিয়েরে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছিলেন। তবে স্পিন সহায়ক উইকেটে তার অভিজ্ঞতাই এবার ভরসা ক্যারিবীয় শিবিরের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ২৭ অক্টোবর। পরের দুটি ম্যাচ ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আরো পড়ুন : সৌম্য সরকার ইনিংস শেষে সতীর্থদের সঙ্গে আলোচনা করছেন

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ