দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। এশিয়া কাপে এখনো অপরাজিত ভারত টানা জয় ধরে রেখেছে। অন্যদিকে সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটাই বলা হচ্ছে লাল-সবুজ শিবিরের জন্য অগ্নিপরীক্ষা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে দারুণ পারফর্ম করা তানজিদ তামিম ও সাইফ হাসান ভারতের বিপক্ষেও থাকবেন ইনিংসের সূচনায়। অধিনায়ক লিটন দাস তিন নম্বরে নামবেন।
মিডল অর্ডারে থাকবেন তাওহিদ হৃদয়, যিনি আগের ম্যাচে ফিরেছেন ছন্দে। তার সঙ্গে দেখা যাবে শামীম হোসেন ও জাকের আলিকে।
স্পিন বিভাগে থাকবেন নাসুম আহমেদ। তার সঙ্গী হিসেবে একাদশে জায়গা করে নিতে পারেন মাহেদি হাসান কিংবা রিশাদ হোসেন।
আরো পড়ুন: এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন: ভারতের বিপক্ষে বড় পরিবর্তনে মাঠে নামছে বাংলাদেশ
পেস আক্রমণে থাকবেন তিন অভিজ্ঞ বোলার—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। ফলে বাংলাদেশ একাদশ সাজাবে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।
ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ
টানা জয়ে ছুটতে থাকা ভারতের বিপক্ষে জয় পাওয়া সহজ কাজ নয়। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স ও দলীয় সমন্বয় আশার আলো দেখাচ্ছে। তাই আজকের ম্যাচে কেমন খেলেন লিটন-তাসকিনরা, সেটিই নির্ধারণ করবে বাংলাদেশের ফাইনাল সম্ভাবনার দিকনির্দেশ।