বাংলাদেশ অধিনায়ক লিটন দাস টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা ছয়টায় শুরু হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
একাদশে বড় পরিবর্তন
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি থেকে বাংলাদেশ দলে এসেছে পাঁচটি পরিবর্তন। এ সিরিজে নেই নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ একাদশে সুযোগ পাননি।
দীর্ঘদিন পর টি-টোয়েন্টিতে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। প্রায় দুই বছর পর জাতীয় দলের হয়ে এই সংস্করণে খেলতে নামছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে। মূল দলের হয়ে তার শেষ ম্যাচ ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে।
ফিরলেন আরও চারজন ক্রিকেটার
সাইফের সঙ্গে একাদশে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন, মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়, লেগ স্পিনার রিশাদ হোসেন এবং অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নতুন এই সমন্বয়ে দল সাজিয়েছে টাইগাররা।
আরো পড়ুন: ইউটিউবের নতুন হাইপ ফিচার: ভিউ বাড়বে হুরহুর করে
ডাচদের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল তৈরি হচ্ছে আসন্ন এশিয়া কাপের জন্য। তবে প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, আপাতত তার সব মনোযোগ নেদারল্যান্ডস সিরিজ জয়ের দিকে।
পরিসংখ্যান ও রেকর্ড
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে টাইগাররা, ডাচদের জয় মাত্র একটি। এটি দুই দলের দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ এবং বাংলাদেশের মাটিতে প্রথম আয়োজন।
একাদশ ঘোষণা
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, নোয়াহ ক্রোস, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, ড্যানিয়েল ডোরাম ও টিম প্রিঙ্গল।

