বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান তিন দলের সমীকরণে জমে উঠেছে এশিয়া কাপের গ্রুপপর্ব। আফগানিস্তান যদি আজ শ্রীলঙ্কাকে হারায়, তাহলে সুপার ফোরের টিকিট নির্ধারণ হবে নেট রান রেট দিয়ে। বর্তমানে আফগানিস্তানের নেট রান রেট +২.১৫০, শ্রীলঙ্কার +১.৫৪৬, আর বাংলাদেশের -০.২৭০। তাই এ অবস্থায় বাংলাদেশ ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে।
টি–টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ৮ বার। লঙ্কানরা এগিয়ে আছে ৫-৩ ব্যবধানে। তবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেলেও আফগানরা দেখিয়েছে দারুণ লড়াই। সেই সিরিজে না থাকা রশিদ খান এবার খেলছেন, যা আফগানিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।
আরো পড়ুন:এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, উত্তেজনার ম্যাচের পরিসংখ্যান
আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ সবসময় শ্রীলঙ্কার বিপক্ষে ভয়ংকর। ৬ ম্যাচে করেছেন ২৪৮ রান, স্ট্রাইক রেট ১৭২.২২। তবে আজ নতুন বলে তার সামনে থাকবেন দুষ্মন্ত চামিরা, যিনি চলতি বছর পাঁচ ইনিংসে শিকার করেছেন ১১ উইকেট। বাংলাদেশি সমর্থকদের আশা, গুরবাজকে দ্রুত ফেরাতে পারবেন চামিরা।
সব মিলিয়ে আজকের ম্যাচটি শুধু শ্রীলঙ্কা বা আফগানিস্তানের নয়, বাংলাদেশের জন্যও সমান গুরুত্বপূর্ণ। ম্যাচের ফলেই নির্ধারিত হবে কারা উঠবে এশিয়া কাপের সুপার ফোরে।