বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রেকর্ড রান করেও বাংলাদেশ নারী ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় অর্জন করতে পারেনি। বৃহস্পতিবার ভারতের বিশাখাপত্তনমেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৯৮ রান করেছিল বাংলাদেশ। তবে লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ২৪.৫ ওভারে ১০ উইকেটে জয় নিশ্চিত করেছে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সোবহানা মোস্তারি ছিলেন সবচেয়ে উজ্জ্বল। ৮০ বলে ৯টি চার হাঁকিয়ে তিনি সর্বোচ্চ ৬২ রান করেন। এছাড়া ওপেনার রুবাইয়া হায়দার ৫৯ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। অধিনায়ক নিগার সুলতানা এবং শারমিন আক্তার যথাক্রমে ১২ ও ১৯ রান করে ফেরেন।
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ইনিংস ছিল একেবারে অভূতপূর্ব। ওপেনিং জুটি অ্যালিসা হিল ও ফোবি লিচফিল্ড ২০২ রান যোগ করেন। অধিনায়ক অ্যালিসা হিল ৭৭ বলে ২০ বাউন্ডারি সহ অপরাজিত ১১৩ রানে সেঞ্চুরি পূর্ণ করেন। ফোবি লিচফিল্ডও ৭২ বলে ১২ চার এবং ১ ছক্কায় ৮৪* রানের ইনিংস খেলেন।
আরো পড়ুন : আর্জেন্টিনার তরুণদের আরেক ইতিহাস: কলম্বিয়াকে হারিয়ে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ ফাইনালে
এই জয় নিশ্চিত করতে অস্ট্রেলিয়া ১৫১ বল হাতে রেখে বাংলাদেশের ১৯৮ রানের লক্ষ্য পূর্ণ করেছে। এর ফলে বাংলাদেশ নারী দল রেকর্ড রান করেও বিশ্বকাপের ম্যাচ হেরে যায়। উল্লেখযোগ্য, ২০২২ সালের ২৫ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ১৩৫ রান ছিল বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে স্কোর, যা আজকের দিনে অতিক্রম করা হলো।
বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশ প্রথম চার খেলায় তিনটিতে হেরে ফেলেছে। আজকের এই পরাজয় পঞ্চম ম্যাচেও তাদের সেমিফাইনালে যাওয়ার পথকে কঠিন করেছে। পরবর্তী ম্যাচগুলোতে অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও ভারতের বিপক্ষে জয় ছাড়া বাংলাদেশের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হবে না।
বিশ্বকাপের এই রাউন্ডে বাংলাদেশের মেয়েদের জন্য চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। আজকের রেকর্ড রান সত্ত্বেও কঠিন লড়াইয়ে তাদের মনোবল ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।