Tuesday, November 18, 2025
Homeবাংলাদেশ দলে আজ আসতে পারে পরিবর্তন, কেমন হবে একাদশ?

বাংলাদেশ দলে আজ আসতে পারে পরিবর্তন, কেমন হবে একাদশ?

বাংলাদেশ ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। তবু শারজায় আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি অকারণ নয়। কারণ ২০১৮ সালে দ্বিপক্ষীয় সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তাই আজকের জয় পুরোনো হিসাব চুকানোর সুযোগ। তবে একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

টপ অর্ডারে বড় কোনো পরিবর্তন আসছে না। তানজিদ হাসান, পারভেজ হোসেন ও সাইফ হাসানই থাকছেন প্রথম তিনে। স্কোয়াডে থাকা সৌম্য সরকার ভিসা সমস্যার কারণে খেলতে পারছেন না, তাই শুরুর তিন ব্যাটসম্যান অপরিবর্তিত। মিডল অর্ডারে চার, পাঁচ ও ছয়ে যথাক্রমে জাকের আলী, শামীম হোসেন ও নুরুল হাসানও থাকছেন আগের জায়গায়। তবে সুস্থ হয়ে ফিরলে আজ একাদশে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে। সে ক্ষেত্রে একজন পেসারকে বাদ দিতে পারে বাংলাদেশ।

স্পিন আক্রমণে থাকবেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। নাসুম প্রথম দুই ম্যাচেই সাফল্য পেয়েছেন, আর রিশাদ নিয়েছেন চার উইকেট। তাই এই বিভাগে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পেস আক্রমণে আসতে পারে পরিবর্তন। টানা খেলা মোস্তাফিজুর রহমান বিশ্রামে যেতে পারেন। বাদ পড়তে পারেন সাইফউদ্দিনও। তাদের জায়গায় সুযোগ মিলতে পারে তানজিম হাসান বা তাসকিন আহমেদের।

অতএব, আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশে আসতে পারে দুইটি পরিবর্তন—একজন ব্যাটসম্যান (তাওহিদ হৃদয়) ফিরতে পারেন, আর একজন পেসারকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হতে পারে নতুন মুখকে।

আরো পড়ুন: নারী বিশ্বকাপে ভারত-পাকিস্তান অধিনায়কের হাত না মেলানোতে নতুন বিতর্ক

সম্ভাব্য একাদশ (বাংলাদেশ)

১. তানজিদ হাসান
২. পারভেজ হোসেন
৩. সাইফ হাসান
৪. জাকের আলী (অধিনায়ক)
৫. শামীম হোসেন
৬. তাওহিদ হৃদয় / নুরুল হাসান
৭. নুরুল হাসান (যদি হৃদয় খেলেন তবে ব্যাটিং অর্ডার পরিবর্তন)
৮. নাসুম আহমেদ
৯. রিশাদ হোসেন
১০. তানজিম হাসান / তাসকিন আহমেদ
১১. মোস্তাফিজুর রহমান / সাইফউদ্দিন

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ