Wednesday, September 17, 2025
Homeবাংলাদেশে কোন রাজাকারি স্লোগান শুনতে চাই না: ফজলুর রহমান

বাংলাদেশে কোন রাজাকারি স্লোগান শুনতে চাই না: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, তিনি বাংলাদেশে আর কোনো রাজাকারি স্লোগান শুনতে চান না। তার মতে, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস জেনে প্রগতির স্লোগান তুলতে হবে।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচিত এ রাজনীতিক বলেন, “আমি মুক্তির স্লোগান, প্রগতির স্লোগান শুনতে চাই। রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না।”

মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আহ্বান

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ওপর গুরুত্ব দিয়ে ফজলুর রহমান বলেন, “নতুন প্রজন্মের প্রতি আমার অনুরোধ, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ো, মুক্তিযোদ্ধার ইতিহাস পড়ো। এটা পড়লে মুক্তিযুদ্ধকে বাঁচানো যাবে, দেশকে বাঁচানো যাবে।”

সম্প্রতি জুলাই অভ্যুত্থান নিয়ে তার দেওয়া একাধিক মন্তব্যে দলীয় বিতর্ক সৃষ্টি হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি তাকে তিন মাসের জন্য সব পদ থেকে স্থগিত করেছে।

আরো পড়ুন:

এটা কি উপহার দিলেন মোদি জাপানের প্রধানমন্ত্রীকে?

চলতি মাসের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি প্রদর্শিত হয়। বাম সংগঠনগুলোর প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ সেসব ছবি সরিয়ে নেয়।

এই প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, “আমি চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম আর নিজামীদের ছবি দিয়ে বলা হোক—গোলাম আজমের বাংলায় মুক্তিযোদ্ধার স্থান নাই। এই স্লোগান আমি শুনতে চাই না।”

একইসঙ্গে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “অশ্লীল যে স্লোগানগুলো তোমরা দাও, সেগুলো থেকে বিরত থাকো। নাহলে জাতি হিসেবে আমাদের মাথা নত হয়ে যাবে।”

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ