বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত একটি নতুন ওয়েব সিরিজে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। বহুদিনের অপেক্ষার পর অবশেষে দেখা মিলেছে সিরিজটির প্রথম ঝলক। দর্শকরা এখন থেকেই শুভর নতুন রূপ নিয়ে উচ্ছ্বসিত।
মুক্তিযুদ্ধের গল্পে ভিন্ন আবহ
কলকাতার নির্মাতা সৌমিক সেন এই সিরিজটি নির্মাণ করছেন। ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ সম্প্রতি তাদের আসন্ন প্রজেক্টগুলোর ফার্স্ট লুক প্রকাশ করেছে। সেখানেই ‘জ্যাজ সিটি’ নামের এই ওয়েব সিরিজে ধরা দিয়েছেন আরিফিন শুভ।

সত্তরের দশকের লুকে শুভ
প্রকাশিত ঝলকে দেখা গেছে শুভকে একাধিক রূপে। কখনো ধূসর রঙের স্লিম কাট স্যুট, কখনো ঝকঝকে সাদা স্যুটে নাচের ভঙ্গিতে, আবার কখনো ঐতিহ্যবাহী সাদা পাঞ্জাবিতে হাজির হয়েছেন তিনি। প্রতিটি লুকেই রেট্রো স্টাইলের চুল ও পোশাক সত্তরের দশকের আবহকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

শক্তিশালী কাস্টে শুভর বিপরীতে সৌরসেনি মিত্রা
এই সিরিজে শুধু আরিফিন শুভই নন, টলিউড ও বলিউডের বেশ কিছু জনপ্রিয় মুখও অভিনয় করছেন। শুভর বিপরীতে থাকছেন ভারতের অভিনেত্রী সৌরসেনি মিত্রা। মুক্তিযুদ্ধভিত্তিক এই কাহিনি শুধু ঐতিহাসিক আবেগই নয়, বরং ভিন্ন স্বাদের বিনোদনও নিয়ে আসবে দর্শকদের জন্য।
আরো পড়ুন: প্রেম, রহস্য ও রোমাঞ্চের মিশেল: একা দেখার মতো ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম
দর্শকদের উচ্ছ্বাস
সিরিজের প্রথম ঝলক প্রকাশের পর থেকেই শুভভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। মুক্তিযুদ্ধের আবহে বলিউডের সিরিজে শুভর এই নতুন উপস্থিতি নিঃসন্দেহে তার ক্যারিয়ারের জন্য বড় মাইলফলক হতে যাচ্ছে। দর্শকরা এখন অপেক্ষায় রয়েছেন পূর্ণাঙ্গ সিরিজটি দেখার জন্য।