বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত জুলাই মাসের হত্যা মামলার ১১ নম্বর আসামি ও কনটেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি।

রোববার, তারিখ: ২৪-০৮-২৫ ইং, বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারের পর আফ্রিদিকে বরিশাল থেকে ঢাকায় আনা হচ্ছে।

এর আগে একই মামলায় আফ্রিদির বাবা, বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাত্তাকে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে: বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি আক্রান্ত ও মৃত্যুহার
উল্লেখ্য, যাত্রাবাড়ী থানায় দায়ের করা এই হত্যা মামলায় আফ্রিদি ও তার বাবাসহ একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।