জংলির নতুন চকম: বন্ধুগো শোনো গান নিয়ে আসলেন প্রিন্স মাহমুদ, ইমরান ও কনা

- Advertisement -
বন্ধুগো শোনো গান নিয়ে আসলেন প্রিন্স মাহমুদ, ইমরান ও কনা

এবার বাংলাদেশের পুষ্পার বলছেন যে সিনেমাকে তা হলো সিয়াম আহমেদ অভিনীত মুভি জংলি। আজ ৩.৫০ মিনিটে মুক্তি পেয়েছে বন্ধুগো শোনো গান। এই গানটি অনেক সুন্দর হয়েছেন। আমাদের দেশের জনপ্রিয় শিল্পী প্রিন্স মাহমুদ অনেক দিন পরে এই মুভিতে বন্ধুগো শোনো গানটিতে কথা ও সুর করেছেন।

বন্ধুগো শোনো গান সম্পর্কে বিস্তারিত

বন্ধুগো শোনো গানটি জংলি মুভির প্রথম গান। এই মুভিটি মুক্তি পাবে এবারের ঈদুল ফিতরের ঈদের সময়। এর আগে মুভিটির টিজার মুক্তি দিয়েছেন যা দর্শক মহলে অনেক প্রশংসা কুড়িয়েছেন। বন্ধুগো শোনো গানটিতে কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরাম ও কনা। গানটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও বুবলি।

গানটিতে দেখা যায় প্রথমেই বুবলি আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছেন। তখন হঠাৎ অনুভব করেন তিনি তার পিছনে সিয়াম আহমেদ এসে তার চুলের ঘ্রান নিচ্ছে এবং তার ঘারের কাছে মুখ এসেছেন। কিন্তু দেখা যায় এটা তার কল্পনা। তখন বুঝতে পারে বুবলি এই অগোছালো ছেলেটির প্রেমে পড়েছেন।

সিয়ামের লুক থাকে একটি পাঞ্জাবী পড়া ও দাড়ি, গোফ এবং চুল বড় বড়। বুবুলি নীল রংয়ের একটি শাড়ি পরে এবং রাস্তায় গিয়ে সিয়ামের মটরসাইকেলে বসে। এটা দেখা যায় তার পরের দৃশ্যতে।

জংলি মুভির কতৃপক্ষ

পরিচালকঃ রাহিম
প্রযোজকঃ জাহিদ হাসান অভি (টাইগার মিডিয়া)
সহ-প্রযোজক: এমআইবি স্টুডিও
গল্পঃ আজাদ খান
চিত্রনাট্যঃ মেহেদী হাসান মুন। সুকৃতি সাহা
সৃজনশীল প্রযোজক: মুখতার ইবনে রফিক
অভিনয়ঃ সিয়াম আহমেদ। শবনম বুবলী। প্রার্থনা ফারদিন দীঘি। শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, মনির আহমেদ শাকিল, জাহিদ ইসলাম, সুব্রত ফারদিন ও নয়রিতা।

বন্ধুগো শোনো গানের লিরিক্স

এ আমার কি হলো

পাগল পাগল লাগে

হাওয়া এসে জানিয়ে দিল

এমনতো হয়নি আগে।

এ আমার কি হলো

পাগল পাগল লাগে

হাওয়া এসে জানিয়ে দিল

এমনতো হয়নি আগে।

বাতাসের শিস, কত ফিস ফিস

সেও তোমারি

এই দোটানা, যানছোনা সেও তোমারি

বন্ধগো শোনো, তুমি ছাড়া আমি

আমি ছাড়া তুমি, মানে হয়না কোনো।

বন্ধগো শোনো, তুমি ছাড়া আমি

আমি ছাড়া তুমি, মানে হয়না কোনো।

গানটির আরো লিরিক্স জানতে ইউটিউবে গিয়ে গানটি শুনুন। এই গানটির সুর অনেক সুন্দর হয়েছে। শুনলেই মন জুড়িয়ে যায়। আপনি যদি সিয়াম আহমেদের ফ্যান হয়ে থাকেন তাহলে এই গানটি দেখতে পারেন। এই ঈদের বরবাদ মুভির গান প্রকাশ পেয়েছেন, আফরান নিশোর দাগি সিনেমার একটি গান প্রকাশ পেয়েছে এবং এখন মুক্তি পেল জংলি সিনেমার প্রথম গান বন্ধুগো শোনো।

আরো পড়ুন: কেমন হলো দাগি সিনেমার প্রথম গান – একটুখানি মন লিরিক্স

এই গান গুলোর মধ্যে এই গানটি সব থেকে ভালো হয়েছে। আপনি যদি এখনও এই গানটি না শুনে থাকেন তাহলে শুনতে পারেন।

- Advertisement -
Latest news
- Advertisement -
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here