HomeAll Tech Tipsআপনার ফেসবুক হ্যাক হবে না এই কাজগুলো করলে

আপনার ফেসবুক হ্যাক হবে না এই কাজগুলো করলে

ফেসবুক হ্যাক হবে না

বর্তমানে প্রতিটি মানুষের একটি বা একাধিক ফেসবুক আইডি আছে। আমাদের অসচেতনতার জন্য আমাদের ফেসবুক একাউন্ট হ্যাক হয়। যা ভিষণ খারাপ একটি বিষয়। তাই আজকে আমি আপনাদের জানাবো এমন কয়েকটি বিষয় যা আপনি মেনে চললে আপনার ফেসবুক হ্যাক হবে না। 

ফেসবুক একাউন্ট হ্যাক হলে কি হবে?

একজন মানুষ তার ফেসবুক একাউন্টে অনেক পার্সোনাল বিষয় এবং অনেক বিজনেসর গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যে গুলো একজন হ্যাকার এর হাতে পড়লে অনেক ক্ষতি হয়। তাই আমাদের সবার ফেসবুক একাউন্ট নিরাপদ রাখা জরুরি। 

  • ব্যক্তিগত তথ্য ফাঁস
  • অন্যদের সঙ্গে সম্পর্ক অবনতি
  • অর্থনৈতিক ক্ষতি
  • সাইবার বুলিং

কি করলে ফেসবুক আইডি হ্যাক হবে না?

আমরা অনেকটি ভুল কাজ করি যার কারণে আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। ফেসবুক হ্যাক হলে আমরা হ্যায় হ্যায় করি। কিন্তু যেভাবে ফেসবুক আইডি ব্যবহার করলে হ্যাক হবে না, তা প্রথমেই চিন্তা করি না। আপনার এই পোস্টটি পড়ছেন তার মানে আপনি একজন সচেতন ব্যাক্তি। তাহলে চলুন আমরা জেনে নিই কোন কোন কাজ গুলো করলে আমাদের ফেসবুক হ্যাক হবে না। 

১। টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু করুন

আপনি প্রথমেই যে কাজটি করবেন আপনার ইমেল বা ফোন নং টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু করুন। কারণ আপনার যদি টু-ফ্যাক্টর চালু থাকে তাহলে কেউ আপনার ফেসবুক আইডি হ্যাক করতে গেলে বা আপনি নিজেই যখন অন্য ডিভাইস দিয়ে প্রবেশ করবেন তখন আপনার কাছে নোটিফিকেশন যাবে। 

নোটিফিকেশন এ ৬ সংখ্যার একটি কোড যাবে যা দিলে আপনি লগইন করতে পারবেন। তাই আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচতে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু করুন। 

২। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন

আমাদের দেশে মানুষ সঠিক ফেসবুক পাসওয়ার্ড ব্যবহার করতে পারে না। কারণ আপনি একটি বিষয় খেয়াল করবেন প্রায় সকল মানুষ তার ফেসবুক আইডিতে পাসওয়ার্ড ব্যবহার করে থাকে ১২৩৪৫৬৭৮ অথবা তার নিজের নাম দিয়ে। যা একজন অজানা মানুষ সহজেই অনুমান করতে পারে। তাই আপনি আপনার ফেসবুক হ্যাক থেকে বাচঁতে চাইলে এই কাজটি করবেন না। 

আরো পড়ুন: আপনি বাজেট ফ্রি মাইক্রোন কিনতে চান?

৩। যেভাবে আপনার ফেসবুক আইডিতে পাসওয়ার্ড সেট করলে ফেসবুক হ্যাক হবে না

  • আনকমন পাসওয়ার্ড: আপনি যদি ফেসবুক আইডিতে কঠিক এবং আনকমন পাসওয়ার্ড দেন তহলে ভালো হবে। আপনার নাম, গ্রামের নাম, প্রিয়জনের নাম, সিরিয়াল অনুযায়ী কোন সংখ্যা আপনার পাসওয়ার্ড সেট করবেন না। 
  • পাসওয়ার্ড জেনারেটর: আপনি যদি নিজে কোন  কঠিন পাসওয়ার্ড তৈরি করতে না পারেন তাহলে গুগলে গিয়ে পাসওয়ার্ড জেনারেটর এর সাহায্য নিতে পারেন। তাদের পাসওয়ার্ড গুলো অনেক কঠিন হয়। 
  • সিমিলার পাসওয়ার্ড না রাখা: আপনি আপনার ইমেই, মোবাইল পিন, ফেসবুক এবং অন্যান্য আইডির পাসওয়ার্ড একই রাখবেন না। তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। কেউ যদি আপনার একটি পাসওয়ার্ড জেনে যায় তাহলে আপনার সব কিছু সে হ্যাক করতে পারবে। 

৪। সন্দেহজনক লিংক এড়িয়ে চলুন

সন্দেহজনক কোন লিংকে আপনি ক্লিক করবেন না। আপনি যখন সন্দেহজনক লিংকে ‍ক্লিক করবেন তখন তারা আপনার এক্সসেস নিতে পারে। যার ফলে আপনার ফেসবুক হ্যাক হতে পারে। 

তাছাড়া আপনার সকল তথ্য এন্ট্রি করার জন্য  কোন ফরম পুরণ করতে বলতে পারে। যার ফলে আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে। তাই আপনি এই বিষয়টি খেয়াল রাখবেন। 

৫। কপিরাইট যুক্ত কোন কিছু আপনার আইডিতে পাবলিক করবেন না

আপনি যদি কপিরাইট যুক্ত কোন অডিও মিউজিক, ভিডিও, ইমেজ ব্যবহার করেন তার ফলে তারা আপনাকে কপিরাইট দিতে পারে। আর তারা আপনাকে কপিরাইট ক্লেইম দিলে আপনার আইডি ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করে দিতে পারে। তাই আপনি এই বিষয়টি মেনে চলবেন। 

৬। অন্য কোন ডিভাইসে আপনার ফেসবুক আইডি লগইন করবেন না

আপনি আপনার ফেসবুক আইডি যখন অন্য কোন ডিভাইসে লগইন করবেন তখন তার ডিভাইসে আপনার পাসওয়ার্ড সেভ থেকে যেতে পারে। যার ফলে আপনার ফেসবুক আইডি সে হ্যাক করতে পারে। তাই ভুলেও এই কাজ করবেন না। 

আর যদি আপনি প্রয়োজন অনুযায়ী আপনার ফেসবুক আইডি লগইন করেন তাহলে সেই ডিভাইস থেকে আপনার আইডি লগইন করে সকল ক্যাশ ফাইল ডিলিট করে দিবেন। 

৭। কম্পিউটার এবং মোবাইল ডিভাইসে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন

আপনি যদি ফেসবুক হ্যাক হওয়া থেকে রক্ষা পেতে চান তাহলে আপনার মোবাইল বা কম্পিউটারে এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন। কম্পিউটারে উন্ডোজের সিকিউরিটি অপশন অন করে রাখবেন। তাহলে এই হ্যাকিং থেকে রক্ষা পেতে পারেন। 

৮। ফেসবুক রাইট ম্যানেজার চালু করুন

আপনা ফেসবুক আইডিতে বা ফেসবুক পেইজে নিরাপত্তা পেতে হলে আপনি ফেসবুক রাইট ম্যানেজার চালু করবেন। যদি ফেসবুক রাইট ম্যানেজার চালু করেন তাহলে আপনার কন্টেন্টকে কেউ কপিরাইট ক্লেইম দিতে পারবেন না। যে সকল ফেসবুক ইউজার নিয়মিত ভিডিও, ইমেজ এবং অন্যান্য কন্টেন্ট আপলোড করে থাকেন তারা সবাই এই কাজটি করবেন অবশ্যই। 

৯। সফটওয়্যার আপডেট রাখুন

আপনি নিয়মিত সফটওয়্যার আপডেট রাখুন। তাহলে যে সুবিধাটি পাবেন তা হলো ফেসবুক বা যে কোন কোম্পানি নতুন আপডেট নিয়ে আসে যাতে তাদের ইউজাদের বেশি সুরক্ষা দিতে পারে। তাদের কোন সমস্যা যাতে না হয়। তাই আপনি নিয়মিত সফটওয়্যার আপডেট রাখবেন। এতে আপনি ফেসবুক হ্যাক হওয়া থেকে মুক্তি পেতে পারেন। 

আরো পড়ুন: Under 35k New laptop price in bangladesh 2025 – Qbits Alpha N95

আপনি যদি উপরোক্ত সকল শর্তগুলো মেনে ফেসবুক আইডি ব্যবহার করেন তাহলে ফেসবুক হ্যাক হওয়া থেকে মুক্ত থাকতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

10,916FansLike
2,458FollowersFollow
28,198SubscribersSubscribe
- Advertisment -

Recent Post Read