Monday, October 20, 2025
Homeফেসবুক এখন টিকটকের পথে, আসছে নতুন ‘ফ্রেন্ড বাবল’ ফিচার

ফেসবুক এখন টিকটকের পথে, আসছে নতুন ‘ফ্রেন্ড বাবল’ ফিচার

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন টিকটকের আদলে পরিবর্তন আনছে। মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, তারা রিলস ফিচার আরও উন্নত করছে, যাতে ব্যবহারকারীরা ভিডিও দেখতে বেশি সময় ব্যয় করেন এবং প্ল্যাটফর্মে দীর্ঘসময় সক্রিয় থাকেন।

নতুন ফিচার ‘ফ্রেন্ড বাবল’

নতুন আপডেটে ফেসবুকে যুক্ত হচ্ছে ‘ফ্রেন্ড বাবল’ নামের একটি বিশেষ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন, তাদের বন্ধুরা কোন ভিডিও পছন্দ করেছেন। কোনো বন্ধু কোনো রিলসে লাইক দিলে, সেই ভিডিওর নিচের কোণে বন্ধুর প্রোফাইল বাবল দেখা যাবে।

মজার ব্যাপার হলো, চাইলে ব্যবহারকারী সেই বাবলে ট্যাপ করে সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন। মেটা জানিয়েছে, “বন্ধুদের লাইক দেখা সবসময়ই ফেসবুক অভিজ্ঞতার মূল অংশ ছিল। এখন আমরা নতুন ফিচারের মাধ্যমে সেই সংযোগকে আরও জোরদার করছি।”

অ্যালগরিদমে বড় পরিবর্তন

রিলসকে আরও কার্যকর করতে মেটা তাদের রিকমেন্ডেশন ইঞ্জিন বা অ্যালগরিদম উন্নত করেছে। কোম্পানির দাবি, এখন এটি ব্যবহারকারীর আগ্রহ দ্রুত বুঝে নিয়ে আরও প্রাসঙ্গিক ভিডিও দেখাতে সক্ষম।

আরো পড়ুন: শাপলা ছাড়া আমরা কোন প্রতিক নেব না: হাসনাত আব্দুল্লাহ

এর ফলে ফেসবুকে ভিডিও দেখা বাড়ছে দ্রুতগতিতে। মেটার তথ্যমতে, বর্তমানে ব্যবহারকারীরা আগের তুলনায় ২০ শতাংশ বেশি সময় ভিডিও দেখছেন। পাশাপাশি, প্রতিদিন ফেসবুকে প্রকাশিত ভিডিওর মধ্যে ৫০ শতাংশের বেশি রিলস থাকে, যা ক্রিয়েটররা একই দিনে আপলোড করেছেন। এতে দর্শকরা আরও বেশি নতুন ও সাম্প্রতিক কনটেন্ট পাচ্ছেন।

টিকটকের মতো অভিজ্ঞতা গড়ছে ফেসবুক

যদিও চলতি বছরের শুরুতে মার্ক জুকারবার্গ বলেছিলেন, তিনি “পুরনো দিনের ফেসবুক” ফিরিয়ে আনতে চান, বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পরিবর্তনগুলো মূলত টিকটকধারার ভিডিও অভিজ্ঞতা তৈরি করারই অংশ।

জুন মাসে মেটা ঘোষণা করেছিল, ফেসবুকে সব ভিডিও এখন থেকে রিলস ফরম্যাটে থাকবে এবং ভিডিওর দৈর্ঘ্যে কোনো সীমা থাকবে না। ফলে বোঝা যাচ্ছে, ফেসবুক এখন পুরোপুরি ভিডিও-কেন্দ্রিক এক নতুন যুগে প্রবেশ করছে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ