প্রযুক্তি ডেস্ক: ভারতের বাজারে নতুন স্মার্ট চশমা সিরিজ FireLens Vision AI নিয়ে এলো ফায়ার-বোল্ট। দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি এই স্মার্ট আইওয়্যার শুধু অডিও সুবিধাই নয়, যুক্ত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রিয়েল-টাইম অনুবাদ এবং উন্নত ক্যামেরা প্রযুক্তি।
FireLens Audio ও FireLens Vision AI
এই সিরিজে রয়েছে দুটি ভ্যারিয়েন্ট— FireLens Audio এবং FireLens Vision AI। FireLens Audio-তে রয়েছে ডিরেকশনাল স্পিকার ও মাইক্রোফোন, যার মাধ্যমে ব্যবহারকারীরা ইয়ারফোন ছাড়াই গান শুনতে, ফোন কল রিসিভ করতে এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। আধুনিক ডিজাইনের কারণে এগুলো অফিস, ভ্রমণ কিংবা দৈনন্দিন কাজে ব্যবহারযোগ্য।
আরো পড়ুন: টিকটককে আরো লোভনীয় অফার করলো হোয়াইট হাউস
অন্যদিকে FireLens Vision AI মডেলটিতে যুক্ত হয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও Fire-AI প্রযুক্তি। ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়ে ছবি বা ফুল এইচডি ভিডিও ধারণ করতে পারবেন। পাশাপাশি এতে রয়েছে ৩৫টির বেশি ভাষার রিয়েল-টাইম অনুবাদ, ল্যান্ডমার্ক সনাক্তকরণ, উদ্ভিদ বা সাইনবোর্ড চেনার সুবিধা এবং আশেপাশের তথ্য জানার সুযোগ। নোট নেওয়া, কথোপকথন রেকর্ড করা ও রিমাইন্ডার সেট করাও সম্ভব।
উন্নত ফিচার ও স্টোরেজ সুবিধা
চশমাটিতে রয়েছে ডুয়াল মাইক্রোফোন, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট ও বিক্সবির সঙ্গে ইন্টিগ্রেশন। এমনকি ChatGPT সাপোর্ট থাকায় ব্যবহারকারীরা চলার পথে সহজেই এআই-ভিত্তিক প্রশ্নোত্তর সুবিধা পাবেন।
তিনটি ভ্যারিয়েন্ট: F1, F2 ও F2 Pro
ফায়ার-বোল্ট তিনটি আলাদা ভ্যারিয়েন্ট বাজারে এনেছে—
- FireLens F1: ২২০ mAh ব্যাটারি, বেসিক অডিও ও এআই ফিচার।
- FireLens F2: বড় ফ্রেম ও ৩০০ mAh ব্যাটারি, উন্নত এআই সুবিধাসহ।
- FireLens F2 Pro: ৩৯০ mAh ব্যাটারি, ফুল Vision AI সুইট এবং প্রিমিয়াম অভিজ্ঞতা।
সব ভ্যারিয়েন্টেই রয়েছে স্প্ল্যাশ-রেজিস্ট্যান্ট ডিজাইন, প্রেসক্রিপশন-রেডি ফ্রেম, ম্যাগনেটিক চার্জিং পিন, মেটাল হিঞ্জ, ক্যামেরা ইনডিকেটর এলইডি ও টাচপ্যাড কন্ট্রোল। এছাড়া Transitions® লেন্স থাকায় এগুলো ঘরের ভেতর ও বাইরে উভয় জায়গায় মানানসই।
দাম ও প্রাপ্যতা
ভারতীয় বাজারে FireLens Audio মডেলের দাম ধরা হয়েছে ৩,৪৯৯ টাকা। আর FireLens Vision AI সিরিজ পাওয়া যাবে ৯,৯৯৯ থেকে ১৪,৯৯৯ টাকার মধ্যে। এগুলো ফায়ার-বোল্টের অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টে পাওয়া যাবে।