Friday, September 26, 2025
Homeফাইনালে ভারতের প্রতিপক্ষ নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান।

ফাইনালে ভারতের প্রতিপক্ষ নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান।

এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে এই প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই। বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি লড়াই কার্যত পরিণত হয়েছে অলিখিত সেমিফাইনালে। শ্রীলংকার বিপক্ষে দারুণ জয়ের পর পাকিস্তান শিরোপার স্বপ্নে বিভোর হলেও, বাংলাদেশ এখনও লড়াইয়ে সমানভাবে টিকে আছে। ফলে দুবাইয়ের মাটিতে আজকের ম্যাচে জয়ী দলই পাবে ভারতের সঙ্গে ফাইনালে ওঠার সুযোগ।

আত্মবিশ্বাসে টগবগ পাকিস্তান

শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তানি শিবিরে এখন আত্মবিশ্বাস তুঙ্গে। অলরাউন্ডার হুসেইন তালাত মনে করেন, ট্রফি ছোঁয়ার জন্য তাদের দরকার মাত্র দুটি জয়। পেসার শাহিন আফ্রিদিও মুখিয়ে আছেন ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর জন্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমরা এখানে এশিয়া কাপ জিততে এসেছি, ফাইনালে প্রতিপক্ষ যে-ই হোক না কেন।”

ভুলে গেছেন বাংলাদেশের আগের জয়?

পাকিস্তানের আত্মবিশ্বাসের বিপরীতে বাংলাদেশ মনে করিয়ে দিতে চায় সাম্প্রতিক ইতিহাস। ঘরের মাঠে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছিল লিটন দাসের দল। টি-টোয়েন্টির শেষ পাঁচ দেখায়ও তিনবার জিতেছে পাকিস্তান, দুইবার জিতেছে বাংলাদেশ। অর্থাৎ আজকের ম্যাচে কোনো পক্ষই পিছিয়ে নেই।

আরো পড়ুন : ট্রাম্পের কারণে ইউএস ওপেন ফাইনালে দেরি, গ্যালারিতে দুয়ো ধ্বনি

সূর্যের চ্যালেঞ্জে নতুন মাত্রা

অন্যদিকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, পাকিস্তানের বিপক্ষে খেলা এখন আর মহারণ নয়। কারণ, এবারের আসরে দুবারই সহজ জয় পেয়েছে ভারত। তবে এই মন্তব্য পাকিস্তানি শিবিরে নতুন আগুন জ্বালিয়েছে। শাহিন আফ্রিদি মুখিয়ে আছেন সূর্যকে ‘দাঁতভাঙা জবাব’ দিতে।

শেষ পর্যন্ত লড়াই সমানে সমান

বাংলাদেশের জন্য আজকের ম্যাচ শুধু টিকে থাকার নয়, বরং নিজেদের সামর্থ্য প্রমাণেরও সুযোগ। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি আত্মবিশ্বাসকে সোনায় সোহাগা করার মতো এক পরীক্ষা। যে-ই জিতুক, ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিশ্চিতভাবেই আসবে এই ম্যাচ থেকেই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ