বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দলের বাইরে গিয়ে ব্যক্তিগত মতামত প্রকাশ করলে তার দায়ভার দল নেবে না। অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যে বিএনপি বিব্রত হয়েছে বলেই তাকে শোকজ করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ সফল করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রিন্স বলেন, “যে যাই হোক, যত বড় নেতাই হোক, দলের বাইরে গিয়ে ব্যক্তিগত বক্তব্য বা অবস্থানের দায়ভার বিএনপি নেবে না। অ্যাডভোকেট ফজলুর রহমান একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ, তাকে আমরা সম্মান করি। তবে তিনি যেটা বলেছেন, সেটা তার ব্যক্তিগত মত। দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না।”
আরো পড়ুন:
শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ: ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১০
তিনি আরও বলেন, বিগত ‘ফ্যাসিস্ট সরকারের’ সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ নানা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জায়গা-জমি দখল করা হয়েছে। রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের পিছিয়ে রাখা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর পরিচয় ও অধিকারকে স্বীকৃতি দিয়েছিলেন। তার দর্শন অনুযায়ী, রাষ্ট্রকে অবশ্যই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রাজনৈতিক, সামাজিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন—বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমাজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকারসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
প্রসঙ্গত, আগামী শনিবার (৩০ আগস্ট) ময়মনসিংহের টাউন হল অডিটোরিয়ামে সমতল অঞ্চলের ১২টি জেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংগঠনিক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।