Saturday, November 1, 2025
Homeইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫

আবারও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ছে ফুটবলের উন্মাদনা। শুরু হতে যাচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫, যা এবার তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। ঢাকার ২৪টি চট্টগ্রামের ১০টি, রাজশাহী ও খুলনার ৪টি করে মোট ৪২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই আয়োজনকে আগের দুবারের চেয়ে আরও বর্ণিল ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা।

নভেম্বরের তৃতীয় সপ্তাহে চট্টগ্রাম অঞ্চলের খেলা দিয়ে মাঠে গড়াবে ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এরপর রাজশাহী, খুলনা ও ঢাকার আঞ্চলিক পর্ব শেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব, যেখানে খেলবে আঞ্চলিক পর্বের সেরা আট দল।

কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রথম সভায় আয়োজকরা জানান, এবারের আসরকে আরও সফল ও দর্শকনন্দিত করতে তারা কাজ শুরু করেছেন। সভায় উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, যিনি টুর্নামেন্ট কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভকামনা জানান।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগের দুই আসরের সাফল্যের ধারাবাহিকতায় এবার আমরা আরও প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট উপহার দিতে চাই।

সভায় সভাপতিত্ব করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। উপস্থিত ছিলেন টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি, শফিকুল ইসলাম মানিক, আলফাজ আহমেদ, বিপ্লব ভট্টাচার্য, জাহিদ হাসান এমিলি, দুলাল মাহমুদ, ইকরামউজ্জমান, আজাদ রহমান ও আনোয়ারুল হক হেলালসহ দেশের ফুটবলের পরিচিত মুখরা।

ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় আরও বর্ণিল আয়োজন

টুর্নামেন্ট কমিটির সদস্য ও পৃষ্ঠপোষক ইস্পাহানি গ্রুপের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, সব পক্ষের সহযোগিতায় এবারের আয়োজন আরও সফল হবে বলে আমরা আশাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন ইস্পাহানির উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি এবং প্রথম আলোর বিভিন্ন বিভাগের সদস্যরা।

আরো পড়ুন: হ্যামিল্টনে ঐতিহাসিক জয়ের পর উল্লাসে মেতেছেন নিউজিল্যান্ডের

প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২০২৩ সালে প্রথমবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিয়েছিল ৩২টি দল। পরের বছর দ্বিতীয় আসরে অংশ নেয় ৪২টি বিশ্ববিদ্যালয়। এবারও একই সংখ্যক দল মাঠে নামবে, তবে আয়োজনের পরিসর ও দর্শকসংখ্যা দুটোই বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রচার সহযোগী হিসেবে থাকছে এটিএন বাংলা।



Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ