প্যাট কামিন্স ও ট্রাভিস হেডের প্রতি নজর দিয়েছিল এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি। শুধু আইপিএল নয়, সারা বিশ্বের বিভিন্ন টি–টোয়েন্টি লিগে খেলানোর শর্তে দেওয়া হয়েছিল ১ কোটি অস্ট্রেলিয়ান ডলারের প্রস্তাব বাংলাদেশি টাকায় প্রায় ৬০ কোটি! তবু প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন দুজনেই।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চলমান বেসরকারীকরণ আলোচনায় বিষয়টি সামনে আসে। বর্তমানে বোর্ডই বিগ ব্যাশ লিগের মালিক ও নিয়ন্ত্রক, যা অন্যান্য দেশের লিগ থেকে আলাদা। নাম প্রকাশ না করা ওই ফ্র্যাঞ্চাইজির প্রস্তাবে রাজি হলে কামিন্স বছরে দ্বিগুণ আয় করতেন। কিন্তু জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা ও বোর্ডের প্রতি সম্মানই জয়ী হয়েছে অর্থের প্রলোভনের ওপর।
আরো পড়ুন: পর্তুগালের জার্সিতে রোনালদো জাতীয় দলের হয়ে মাঠে লড়ছেন রোনালদো।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড মনে করছে, এমন প্রস্তাব ভবিষ্যতে আরও বাড়বে, কারণ আইপিএলের মালিকানাধীন দলগুলো এখন দ্য হান্ড্রেড, এসএ২০, ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও প্রভাব বাড়াচ্ছে। তবে কামিন্সদের উদাহরণ তরুণদের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছেন বিশ্লেষকরা।