প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবেই। তিনি স্পষ্ট করে বলেন, পৃথিবীর কোনো শক্তিই এ নির্বাচন ঠেকাতে পারবে না।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সরকারের উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমে তুলে ধরেন তিনি।
নির্বাচন নিয়ে সরকারের অবস্থান
প্রেস সচিব বলেন, “যেভাবেই হোক, ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে যত ধরনের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, তা গ্রহণ করা হবে।”
আরো পড়ুন: আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ সরকারের
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় বা বিভ্রান্তির সুযোগ নেই। সরকারের প্রতিটি সংস্থা এ লক্ষ্য সামনে রেখে কাজ করছে।