Tuesday, October 28, 2025
Homeপূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ, যৌথ এফডিআরের তথ্য ঘিরে রহস্য

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ, যৌথ এফডিআরের তথ্য ঘিরে রহস্য

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। এই লকারের মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।

এনবিআর সূত্রে জানা যায়, লকার নং–১২৮ শেখ হাসিনার নামে নিবন্ধিত। নিয়ম অনুযায়ী লকারের দুটি চাবির একটি ব্যাংকের কাছে থাকার কথা থাকলেও, শেখ হাসিনা নিয়ম ভেঙে উভয় চাবিই নিজের কাছে রেখেছিলেন এবং অন্তত দু’বার নিজ হাতে লকার খুলেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া অনুসন্ধানে শেখ হাসিনার নামে আরও দুটি ফিক্সড ডিপোজিট রিসিট (এফডিআর) অ্যাকাউন্টের তথ্য মিলেছে। এর মধ্যে একটি তাঁর একক নামে প্রায় ১২ লাখ টাকার, অন্যটি যৌথ নামে প্রায় ৪৪ লাখ টাকার। তবে এই যৌথ এফডিআরটি কার সঙ্গে খোলা হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিআইসি।

এর আগে ব্যাংকের কাছে হিসাবের তথ্য চাইলে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ লকার সম্পর্কিত কোনো তথ্য দেয়নি। পরবর্তীতে দেশের সব তফসিলি ব্যাংকে যাচাই-বাছাইয়ের নির্দেশ দিলে সিআইসি এই লকার ও এফডিআরের তথ্য পায়।

উল্লেখ্য, গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে সম্পদ গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একাধিক মামলা করেছে। পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দের অনিয়মসহ সাম্প্রতিক ছয়টি মামলায় তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহযোগীরাও আসামি হয়েছেন।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ