Thursday, August 21, 2025
Homeঅনলাইনে আবেদন করেই পূবালী ব্যাংকের আবাসন ঋণ

অনলাইনে আবেদন করেই পূবালী ব্যাংকের আবাসন ঋণ

পূবালী ব্যাংক এখন অনলাইনে আবাসন ঋণের আবেদন গ্রহণ করছে। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, সুদের হার, যোগ্যতা ও ফি-মাশুলের বিস্তারিত জেনে নিন এক জায়গায়।

নিজের ঘর পাওয়ার সহজ উপায়

নিজের একটি ফ্ল্যাট বা বাড়ি এ স্বপ্ন পূরণে সহায়তা করছে দেশের সবচেয়ে বড় নেটওয়ার্কভিত্তিক ব্যাংক পূবালী ব্যাংক লিমিটেড। এখন আর ঋণ পেতে ঘুরতে হবে না শাখায় শাখায় অনলাইনে জমা দিতে পারবেন আপনার আবেদন ও সব নথি। যাচাই শেষে আপনি যোগ্য হলে ব্যাংক ঋণ ছাড় করবে।

কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে?

  • ন্যূনতম ঋণ: ২ লাখ টাকা
  • সর্বোচ্চ ঋণ: ২ কোটি টাকা
  • সুদের হার: সাড়ে ১৩% থেকে ১৪%
  • ঋণের মেয়াদ: সর্বোচ্চ ২৫ বছর

ব্যাংকটি নতুন ফ্ল্যাট কেনা, ভবন নির্মাণ, সংস্কার বা সম্প্রসারণের জন্য ঋণ দিয়ে থাকে।

অনলাইনে আবেদন করার ধাপ

১. পূবালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু করুন।
২. জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করুন।
৩. ৯ ধাপে তথ্য পূরণ করতে হবে-

  • ব্যক্তিগত তথ্য
  • পরিচয় ও যোগাযোগ
  • চাকরির বিবরণ
  • ঋণের উদ্দেশ্য (ফ্ল্যাট/নির্মাণ/সংস্কার)
  • আয়-ব্যয়ের তথ্য
  • জামিনদার ও রেফারেন্স
  • চাহিদা অনুযায়ী ঋণের পরিমাণ

আবেদন জমা দেওয়ার পর ব্যাংক নথিপত্র যাচাই করবে। কোনো ঘাটতি থাকলে তারা সরাসরি যোগাযোগ করবে।

কারা আবেদন করতে পারবেন?

  • যেকোনো বাংলাদেশি নাগরিক (এনআইডি থাকতে হবে)
  • স্থিতিশীল আয়ের উৎস থাকতে হবে
  • করদাতা হতে হবে
  • বয়স: ন্যূনতম ২১ বছর, সর্বোচ্চ ৬৫ বছর
  • ঋণের মেয়াদ শেষে বয়স সর্বোচ্চ ৭০ বছর হতে পারবে

শর্ত হিসেবে, ঋণগ্রহীতার নিজস্ব অংশ হতে হবে কমপক্ষে ৩০%।

ফি-মাশুল

  • ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ: ঋণের ০.৫০% বা সর্বোচ্চ ১৫,০০০ টাকা
  • ৫০ লাখ টাকার বেশি ঋণ: ঋণের ০.৩০% বা সর্বোচ্চ ২০,000 টাকা

আংশিক পরিশোধে ০.২৫% বা সর্বোচ্চ ১০,০০০ টাকা মাশুল দিতে হবে।
পুুরো ঋণ আগেই পরিশোধ করলে কোনো মাশুল নেই।

আবাসন ঋণ সংক্ষেপে

অনলাইনে আবেদন
দ্রুত যাচাই
সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ঋণ
২৫ বছরের দীর্ঘ মেয়াদ
আগাম পরিশোধে বাড়তি চার্জ নেই

আরো দেখুন: সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও কি কি কাগজপত্র লাগে? সুবিধা, অসুবিধা

তাই আর দেরি না করে, আজই পূবালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনার আবাসন ঋণের আবেদন শুরু করতে পারেন।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ