নতুন চলচ্চিত্র ‘Beautiful’ ঘিরে শুরু হয়েছে আলোচনা। ছবির মূল প্রশ্ন—“একজন পুরুষ কি মেনে নিতে পারবেন, যদি তার প্রিয় নারী হয়ে ওঠেন তার চেয়ে বেশি সফল?”
পুরুষতান্ত্রিক অহং বনাম ভালোবাসা
এটি শুধুমাত্র পেশাগত ঈর্ষা নয়, যেমনটা দেখা গিয়েছিল অভিমান কিংবা আশিকি ২–এ। বরং এটি পুরুষের অহংকার, আত্মসম্মান আর সম্পর্কের ভারসাম্য নিয়ে। কাহিনি অনুসারে, যখন একজন নারী সামাজিক ও আর্থিক সাফল্যে এগিয়ে যান, তখন তাঁর সঙ্গী কি সত্যিই সেই সাফল্যের ছায়ায় নিজের অহং ভুলে সুখে থাকতে পারবেন?
আরো পড়ুন: স্বামীর ডাকে আসা নারী নাকি আসলেই স্ত্রী? চমকপ্রদ কাহিনি নিয়ে নতুন ওয়েব সিরিজ
‘Beautiful’-কে অনেকেই বলছেন Rangeela-এর কনসেপ্টচুয়াল সিক্যুয়েল। Rangeela-এর ক্লাইম্যাক্সে দেখা গিয়েছিল ধনী মেয়ে গরিব ছেলেকে গ্রহণ করেছিলেন। কিন্তু নতুন ছবিতে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে—সেই গরিব ছেলে কি সত্যিই ধনী স্ত্রীর সাফল্যের ছায়ায় বেঁচে থাকতে পারবেন, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে?
প্রেম, সম্পর্ক, অহংকার ও আত্মসম্মানের সূক্ষ্ম লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই ছবি ইতিমধ্যেই দর্শক মহলে কৌতূহল তৈরি করেছে।
https://www.imdb.com/video/vi1211613465/?playlistId=tt11095208&ref_=ext_shr_lnk