পিএসসি সচিব মো. আবদুর রহমান তরফদারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। হোয়াটসঅ্যাপে ভুয়া নম্বর থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রলোভন দেখানো হচ্ছে। এ ঘটনায় পিএসসি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের প্রতারণা শুধু কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে না, সাধারণ মানুষকেও বিভ্রান্ত করছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন জানিয়েছে, সম্প্রতি পিএসসি সচিব মো. আবদুর রহমান তরফদারের নাম ও ছবি ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ নম্বর (০১৬০৯১৩৬৫৫৭) থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ওই নম্বর থেকে প্রতারণার উদ্দেশ্যে নানা লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে বলে পিএসসির নজরে এসেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধও করা হয়েছে।
পিএসসি আরও জানায়, সচিব বা কোনো কর্মকর্তা কখনোই ব্যক্তিগতভাবে নিয়োগ বা প্রশাসনিক বিষয়ে কারও সঙ্গে যোগাযোগ করেন না। সব ধরনের সরকারি সিদ্ধান্ত ও তথ্য কেবল পিএসসির ওয়েবসাইট বা সরকারি চিঠিপত্রের মাধ্যমেই জানানো হয়।
আরো পড়ুন:প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোমে ফোরামে পৌঁছানোর সময়
এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পিএসসি। কেউ যদি পিএসসি সচিব বা কর্মকর্তার নামে কোনো অচেনা যোগাযোগ পান, তাহলে তা বিশ্বাস না করে দ্রুত নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর অনুরোধ করা হয়েছে।
পিএসসি মনে করছে, এ ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করছে না, বরং সাধারণ নাগরিকদের আর্থিক ও সামাজিকভাবে প্রতারণার ঝুঁকিতে ফেলছে।