রক্ষণভাগের দুই গোলেই জয় পেল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। লিগ ওয়ানের ম্যাচে অজেয়ারকে ২-০ গোলে হারিয়ে তারা শীর্ষে তিন পয়েন্টের ব্যবধান তৈরি করেছে। তবে এই জয়ের মাঝেই চোটের দুশ্চিন্তায় ভুগছে দলটি। পিএসজি লিগ ওয়ান ২০২৫ মৌসুমে একের পর এক তারকা খেলোয়াড় ইনজুরিতে পড়ায় সমর্থকদের আনন্দে মিশে গেছে শঙ্কার রং।
পিএসজি শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ইউক্রেনীয় ডিফেন্ডার ইলিয়া জাবারনিই ৩৩ মিনিটে গোল করে লিড এনে দেন। অল্প কিছুক্ষণের মধ্যেই মিডফিল্ডার ভিটিনহা চোট পেয়ে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে লুকাস বেরালদো মাথা দিয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। জয়টা যতটা সহজ মনে হয়েছে, ভিটিনহা ও খভিচা কভারাত্সখেলিয়ার চোট সেই আনন্দে ছায়া ফেলেছে।
এই মৌসুমেই পিএসজি ইতোমধ্যেই হারিয়েছে অধিনায়ক মারকুইনহোস, ওসমান ডেম্বেলে, ডিজিরে দোয়েঁ এবং জোয়াও নেভেসকে। সামনে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই কোচ লুইস এনরিকের কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক।
আরো পড়ুন : আতলেতিকো মাদ্রিদের ঝড়ো আক্রমণে রিয়ালের প্রথম হার মৌসুমে
অন্যদিকে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়েছে মোনাকো। লরিয়ঁর কাছে ৩-১ ব্যবধানে হেরে তারা পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছে। ক্যাপ্টেন থিলো কেহর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, এরপর সুযোগ কাজে লাগায় লরিয়ঁ। শেষ দিকে আনসু ফাতির পেনাল্টি সান্ত্বনা দিলেও হার এড়ানো যায়নি।
দিনের আরেক ম্যাচে নঁতের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ সমতায় ম্যাচ শেষ করেছে তুলুজ।