Saturday, October 18, 2025
Homeমাঠের নায়ক থেকে পাসপোর্ট হারানোর খবরে ভাইরাল ইয়ামাল

মাঠের নায়ক থেকে পাসপোর্ট হারানোর খবরে ভাইরাল ইয়ামাল

তুরস্কে স্পেনের ৬–০ গোলের ঐতিহাসিক জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইয়ামাল। তবে গোল বা অ্যাসিস্টের জন্য নয়, বরং নিজের পাসপোর্ট হারিয়ে তিনি হয়ে ওঠেন সমর্থকদের হাসি–ঠাট্টার বিষয়। স্যুটকেস ও ড্রেসিং রুমে খুঁজেও না পাওয়া পাসপোর্ট নিয়ে তাঁর হতাশার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সৌভাগ্যবশত, বিশেষ ব্যবস্থায় দ্রুত সমাধান মেলে সমস্যার, আর নিশ্চিত হয় তাঁর দেশে ফেরা।

নিউজ প্রতিবেদন: বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনের দুর্দান্ত জয়কে ছাপিয়ে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। তুরস্কের মাটিতে ৬–০ গোলের দাপুটে জয়ের পরও আলোচনায় উঠে এসেছেন স্প্যানিশ তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল, তবে তা খেলার জন্য নয় পাসপোর্ট হারানোর কারণে।

মাত্র ১৮ বছর বয়সী ইয়ামাল ম্যাচে গোল না পেলেও দুটি গোলে সহায়তা করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু টিম হোটেলের উদ্দেশে বাসে ওঠার সময় তিনি বুঝতে পারেন তাঁর পাসপোর্ট নেই। পরে ভিডিওতে দেখা যায়, কনিয়ার তোরকু অ্যারেনার পার্কিংয়ে হতাশ ভঙ্গিতে স্যুটকেস ঘাঁটছেন ইয়ামাল। এমনকি ড্রেসিং রুমেও খুঁজেও মেলেনি সেই বহুল কাঙ্ক্ষিত পাসপোর্ট।

আরো দেখুন: টিভিতে আজকের খেলা ৮ আগস্ট ২০২৫ : বিশ্বকাপ বাছাইপর্ব ও সিপিএল

ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে মজার ছলে লিখেছেন, হয়তো আরদা গুলেরের কাছে চলে গেছে ইয়ামালের পাসপোর্ট। আবার কেউ কেউ বলেছেন, “এটা প্রমাণ করে ইয়ামাল এখনও কেবল একজন বাচ্চা।”

তবে সমর্থকদের উদ্বেগের কারণ হয়নি এই হারানো পাসপোর্ট। রেডিও মার্কার খবর অনুযায়ী, তারকা মর্যাদার কারণে সমস্যাটি দ্রুত সমাধান হয়ে গেছে। ফলে স্পেনে ফিরতে ইয়ামালের কোনো ঝামেলা হবে না।

আন্তর্জাতিক বিরতি শেষে তিনি আগামী রোববার বার্সেলোনার হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবেন। বর্তমানে লা লিগায় বার্সা তিন ম্যাচে জয়হীন থেকে চতুর্থ স্থানে আছে, অন্যদিকে তিন ম্যাচে তিন জয় নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ