Tuesday, November 18, 2025
Homeপাকিস্তান ড্রোন পাঠালেন ভারতের রাজস্থান সীমান্তে

পাকিস্তান ড্রোন পাঠালেন ভারতের রাজস্থান সীমান্তে

পাকিস্তান ড্রোন পাঠালেন ভারতের রাজস্থান সীমান্তে

পাকিস্তান ড্রোন পাঠালেন ভারতের রাজস্থান সীমান্তে

ভারতের রাজস্থান রাজ্যের পাশ দিয়ে পাকিস্তানের বর্ডার রয়েছে ১০৭০ কিলোমিটার। আর এই বর্ডারের সীমান্তে রাজস্থানের যোধপুর এবং জয়সালমীর শহরগুলোতে বারংবার পাকিস্তান পাঠিয়েছে। আর এই ড্রোন গুলো লক্ষ্য করে আকাশ পতেই ধ্বংস করেছে ভারতের ডিফেন্স সেনারা।

এই খবরটি সরাসরি রাজস্থান যোধপুর এবং জয়সালমীর থেকে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম গুলো। তারা দাবি করতেছে তারা এখনো পাকিস্তান রাজস্থানের বর্ডারের সীমান্তে ড্রোন পাঠাচ্ছেন। কিন্তু সেখানে ভারতীয় একটিভ ডিফেন্স সিস্টেম রয়েছে যারা প্রতিনিয়ত সেই ড্রেন গুলো নষ্ট করতেছে।

রাজস্থান থেকে ভারতীয় সেনারা এখনো পাকিস্তানে কোনো প্রকার আক্র*মণ চালায়নি। তারা দাবি করতেছে তারা শুধু এই আক্রমণের মোকাবেলা করে যাচ্ছে। এবং তারা রাজস্থানের বর্ডারে ভারতের বিএসএফ সজাগ রয়েছেন।

রাজস্থানের বিভিন্ন স্থানে অলরেডি ব্লকেড করে দিয়েছে ভারতের সেনারা। সেই স্থান থেকে সাধারণ মানুষদের সরিয়ে নিয়ে গেছেন। যখন পাকিস্তান রাজস্থানের সীমান্তে ড্রোন পাঠান তখন ভারতের সেনারা হাই এলার্ট ঘন্টা বাজিয়ে দেন। তবে সেই সকল ড্রোনের মোকাবেলা ভারতের সেনারা করতে সক্ষম হয়েছে।

যে সকল ড্রোন দিয়ে ভারতের রাজস্থানগুলোতে আক্রমণ করার চেষ্টা করেছে পাকিস্তান। এই সকল ড্রোনগুলো তুরস্কেরে তৈরি করা। এটি নিশ্চিত করেছে ভারতের ডিফেন্স সেনারা।

সর্তকতা: হ্যাকারের আওতায় ১৯ বিলিয়ন অ্যাপস করা পাসওয়ার্ড প্রকাশিত হল – কি করবেন?

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ