পাকিস্তান ক্রিকেট দল একদিকে মাঠে ভরাডুবির শিকার, অন্যদিকে ভারতীয় মিডিয়াকে এড়িয়ে চলার প্রবণতা নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে। এশিয়া কাপে ভারতের কাছে একের পর এক হারের পর অধিনায়ক সালমান আঘা বারবার সংবাদ সম্মেলন এড়িয়ে যান, আর যখন শেষ পর্যন্ত হাজির হন, তখনও ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। ফলে পাকিস্তানের মাঠের খারাপ পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে তাদের মিডিয়া ব্যবস্থাপনাও সমালোচনার মুখে পড়েছে।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে লড়াইয়ে টানা দু’বার হেরে গেছে পাকিস্তান। তবে মাঠের ব্যর্থতার চেয়েও বড় বিতর্ক দেখা দিয়েছে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে। ক্রিকেট বিশ্বের স্বাভাবিক প্রথা হলো, জয় বা পরাজয়—অধিনায়ককে সাংবাদিকদের সামনে আসতেই হয়। কিন্তু ভারতের কাছে হারের পর পাকিস্তান অধিনায়ক সালমান আঘা প্রথমে সংবাদ সম্মেলনে না গিয়ে কোচ মাইক হেসনকে পাঠান।
এরপরও সমালোচনা কমেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগেও নির্ধারিত প্রেস কনফারেন্স বাতিল করেন সালমান আঘা। এতে আরও স্পষ্ট হয়ে ওঠে যে, ভারতীয় মিডিয়ার মুখোমুখি হওয়া থেকে তারা সরে যাচ্ছেন।
আরো পড়ুন : “তামিমের নাম ব্যবহার করে অপহরণ ও হুমকি বিসিবি নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ আসিফ মাহমুদের
পরিস্থিতি আরও উত্তপ্ত হয় সুপার ফোরে ভারতের বিপক্ষে দ্বিতীয় হারের পর। শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে এলেও পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানি ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগই দেননি। শুধু পাকিস্তানি সংবাদমাধ্যমকে প্রশ্ন করার সুযোগ দেওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে।