Saturday, February 22, 2025
HomeAll Tech Tipsপল্লী বিদ্যুৎ মিটারে ইউনিট চেক করার নিয়ম ও নতুন মিটার আবেদনের ডকুমেন্ট

পল্লী বিদ্যুৎ মিটারে ইউনিট চেক করার নিয়ম ও নতুন মিটার আবেদনের ডকুমেন্ট

পল্লী বিদ্যুৎ মিটারে ইউনিট চেক করার নিয়ম ও নতুন মিটার আবেদনের ডকুমেন্ট

মিটারে ইউনিট চেক করার নিয়ম

পল্লী বিদ্যুৎ বাংলাদেশের সম্পদ এটি আপনার-আমার সবাইকেই রক্ষা করতে হবে। এটির অপব্যবহার করা যাবে না। সঠিক সময়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা আপনার আমার সকলের দায়িত্ব। তাই আপনার সঠিক বিদ্যুৎ বিল আসছে কিনা সেটিও জানার আপনার অধিকার।তাই সঠিক বিদ্যুৎ বিল যাতে আপনি দিতে পারেন তার জন্য আপনাকে জানতে হবে বিদ্যুৎ ইউনিট কিভাবে চেক করতে হয়। তা না হলে আপনি বুঝতে পারবেন না যে আপনার কতটুকু ইউনিট মাসে খরচ হচ্ছে।

ডিজিটাল মিটারে ইউনিট চেক করার নিয়ম

১। প্রথমে আপনাকে মিটারের সামনে যেতে হবে এবং মিটার ভালো করে লক্ষ্য করতে হবে।
২। মিটার দেখতে পাবেন বিভিন্ন ধরনের সংখ্যা উঠানামা করছে।।
৩। এই সংখ্যার মধ্যেই রয়েছে আপনার ইউনিট বা কারেন্টের বিল।
৪। মিটারের সংকার নিচে বিভিন্ন ধরনের সংক্ষেত রয়েছে
৫। এই সংকেত সম্পর্কে আপনাকে জানতে হবে।
৬। আপনাদের প্রতিটা মিটার একটি ছোট্ট বাটন আছে সেটি প্রেস করে সংখ্যাগুলো দেখতে পারেন অথবা অটোমেটিকই সংখ্যাগুলো আপডাউন হতে থাকবে।
৭। বাটন প্রেস করলে প্রথমে সংখ্যার নিচে (V) আসবে এটির মানে হল ভোল্ট। এটি আপনার বিদ্যুৎ ইউনিট নয়।
৮। পরবর্তীতে সংখ্যার নিচে দেখতে পাবেন (A) মানে হচ্ছে এম্পিয়ার এটিও বিদ্যুৎ ইউনিক নয়।
৯। এরপরে দেখতে পারবেন তারিখ।
১০। এরপর দেখতে পারবেন সময়।
১১। এরপর সংখ্যার নিচে যেটি দেখার জন্য আপনি অপেক্ষা করছেন KWh এটিই হলো আপনার বিদ্যুতের ইউনিট।
১২। এই এর উপরে যে সংখ্যা আছে সেটি হিসাব করেই আপনার বিদ্যুৎ বিল প্রস্তুত করা হয়।

প্রতিমাসে বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম

আপনাকে আগে কত KWh =কত ইউনিট এটি জানতে হবে।1 KWh= 1 ইউনিট। আপনার যত KWh হবে যত ইউনিট বেড়ে যাবে।

প্রতিমাসে বিদ্যুৎ বিলের হিসাব

মনে করি জুন মাসে ৬৮৪০.৫০ ইউনিট এবং জুলাই মাসে ৬৯৩০ ইউনিট হয়েছে। এবার জুলাই মাস থেকে জুন মাস বিয়োগ করে দিয়ে ইউনিট বের করতে হবে। যেমন :

7,310.67−6,840.50=৪৭০.১৭ইউনিট

এই ৪৭০.১৭ ইউনিট হিসাব করেই আপনার মাসিক বিল আসবে। বসতবাড়ির মিটারের বর্তমান বিভিন্ন ক্যাটাগরিতে ইউনিট এর মূল্য নির্ধারণ করা হয়। যেমন:

ইউনিট ক্যাটাগরি সরকারি মূল্য

ইউনিট মূল্য

০-৫০ ইউনিট ৪.৪৫ টাকা
০.৭৫ ইউনিট ৪.৮৫ টাকা
৭৬-২০০ ইউনিট ৬.৬৩ টাকা
২০১-৩০০ ইউনিট ৬.৯৫ টাকা
৩০১-৪০০ ইউনিট ৭.৩৪ টাকা
৪০১-৬০০ ইউনিট ১১.৫১ টাকা
৬০০ এর উপরে ১৩.২৬ টাকা

মিটার আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

নতুন মিটার আবেদনের জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রাখতে হবে। আপনি অফিসে গিয়ে বা কোন কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় কাগজপত্র

১।যার নামে মিটার নিবেন তার জাতীয় পরিচয় পত্র
২। আবেদনকারীর স্থায়ী ঠিকানা ও একটি সচল মোবাইল নাম্বার।
৩। আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি চার কপি
৪।যে পিলার থেকে কারেন্ট নিবেন সেই পিলার থেকে ঘরের দূরত্ব।
৫।যেখান থেকে সংযোগ নিবেন সেই জমির খারিজের ফটোকপি।
৬। বাড়ির ওয়্যারিং করার প্রমাণ পত্র।
৭। ট্রান্সফর্মেশন নাম্বার ও বই নাম্বার।
৮।আবেদনের ফি ১১৫ টাকা দিতে হবে।
৯।সংযোগ ফি ৪৫০ টাকা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

আজকে সোনার দাম কত? – ৭ ফেব্রুয়ারি ২০২৫ সোনার দাম বাংলাদেশ

আজকে সোনার দাম কত? - ৭ ফেব্রুয়ারি ২০২৫ সোনার দাম বাংলাদেশ ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে আজ দাম অনেক বাড়ছে তা নিচে দেওয়া হল: আজকে সোনার...