Thursday, October 9, 2025
Homeপর্তুগালের জার্সিতে রোনালদো জাতীয় দলের হয়ে মাঠে লড়ছেন রোনালদো।

পর্তুগালের জার্সিতে রোনালদো জাতীয় দলের হয়ে মাঠে লড়ছেন রোনালদো।

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও থামার নাম নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। রোনালদোর লক্ষ্য এখন একটাই ক্যারিয়ারের এক হাজারতম গোলের মাইলফলক ছোঁয়া। পরিবার ও সমর্থকদের অনুরোধ সত্ত্বেও তিনি জানিয়ে দিয়েছেন, হাজার গোল না করা পর্যন্ত তিনি বুট খুলছেন না।

রোনালদোর চোখ এখন হাজারতম গোলের মাইলফলকে

বর্তমানে রোনালদোর গোলসংখ্যা ৯৪৬। অর্থাৎ লক্ষ্য থেকে মাত্র ৫৪ গোল দূরে এই পর্তুগিজ তারকা। ৩৯ বছর বয়সেও দাপুটে পারফরম্যান্সে এগিয়ে যাচ্ছেন তিনি। আল নাসরের হয়ে চলতি মৌসুমে ইতোমধ্যে ছয় ম্যাচে করেছেন ৫ গোল। আন্তর্জাতিক অঙ্গনে ২২৩ ম্যাচে ১৪১ গোল করে রোনালদো এখনো সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা।

হাজারতম গোল নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে রোনালদো বলেন,

“মানুষ, বিশেষ করে আমার পরিবার বলে ‘তুমি তো সবকিছু জিতেছ, এখন বিশ্রাম নাও।’ কিন্তু আমি তা মানি না। আমি এখনো ভালো খেলছি, দলকে সাহায্য করছি। তাহলে কেন থামব?”

বিশ্বকাপ বাছাইয়েও ছন্দে রোনালদো

হাঙ্গেরির বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে গোল করে রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন। এমন ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে আত্মবিশ্বাসী করে তুলছে। তিনি বলেন,

“আমি জানি, আমার সামনে আর খুব বেশি বছর নেই, কিন্তু যতটুকু সময় আছে, আমি সেটাকে উপভোগ করতে চাই। যখন খেলা ছাড়ব, তখন তৃপ্তি নিয়ে বিদায় নিতে চাই।

এই পুরস্কার আমার শেষ নয় প্রেস্টিজ অ্যাওয়ার্ড জয়ে রোনালদো

মঙ্গলবার পর্তুগাল ফুটবল গ্লোবস অনুষ্ঠানে পেয়েছেন প্রেস্টিজ অ্যাওয়ার্ড যা তাঁর অসাধারণ ক্যারিয়ারের আরেকটি স্বীকৃতি। তবে রোনালদো জানিয়েছেন, এটা ক্যারিয়ারের বিদায়ী পুরস্কার নয়।

এটি আমার ধারাবাহিক পরিশ্রম, নিবেদন ও উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। আমি জিততে ভালোবাসি, তরুণদের পাশে থাকতে পছন্দ করি। তরুণ প্রজন্মই আমাকে প্রতিদিন নতুন অনুপ্রেরণা দেয় বলেন তিনি।

জাতীয় দলের প্রতি অনন্ত ভালোবাসা

রোনালদোর কাছে জাতীয় দলের জার্সি পরা এখনো গর্বের বিষয়। তিনি বলেন,

“যদি পারতাম, শুধু জাতীয় দলের হয়েই খেলতাম। কারণ, জাতীয় দলই একজন ফুটবলারের সর্বোচ্চ সম্মান।”

আগামী ১১ অক্টোবর আয়ারল্যান্ডের মাঠে ও ১৪ অক্টোবর হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। রোনালদো জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ধাপে ধাপে এগিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা।

আরো পড়ুন:রশিদ খানের উইকেট নেওয়ার পর উল্লাস

রোনালদোর শেষ মিশন: বিশ্বকাপ ও হাজার গোল

২০২৬ সালের বিশ্বকাপ হতে পারে রোনালদোর শেষ বড় টুর্নামেন্ট। তাঁর চোখে এখন দুটি স্বপ্ন বিশ্বকাপ জয় ও এক হাজার গোলের মাইলফলক। এই দুই স্বপ্নই যেন রোনালদোর ক্যারিয়ারের শেষ অধ্যায়কে আরও রঙিন করে তুলেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ