নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তাঁর নেতৃত্বে গাজার যুদ্ধসহ অন্তত আটটি বৈশ্বিক সংঘাত বন্ধ হয়েছিল।
তবে ট্রাম্পের সেই দাবিকে অনেকাংশেই অস্থায়ী ও রাজনৈতিক বলে মনে করছে আন্তর্জাতিক মহল। যেমনভারত-পাকিস্তান কিংবা ইথিওপিয়া-মিসর উত্তেজনা কমাতে তাঁর ভূমিকা কার্যকর ছিল না বলেই জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।
তবুও ট্রাম্পকে পুরস্কারের জন্য মনোনীত না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্টের মুখপাত্র স্টিভেন চেউং এক্সে (সাবেক টুইটার) লিখেছেন,
ট্রাম্পের মতো মানবিক হৃদয়ের মানুষ আর কেউ নেই। নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দেয়।
আরো পড়ুন:জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব ফখরুল
অন্যদিকে নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োর্গেন ভাটনে ফ্রিডনেস সাংবাদিকদের বলেন, পুরস্কার প্রদানে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করে না।
আমরা শুধুমাত্র আলফ্রেড নোবেলের কাজ ও ইচ্ছার ভিত্তিতেই সিদ্ধান্ত নিই বলেন তিনি।