Friday, September 26, 2025
Homeনেইমার নতুন ইনজুরিতে, দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে।

নেইমার নতুন ইনজুরিতে, দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে।

সান্তোসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র নতুন ইনজুরিতে পড়েছেন। ঊরুর মাংসপেশিতে আঘাত পেয়ে বৃহস্পতিবার মাঠ ছাড়েন তিনি। টেস্টের পর নিশ্চিত হয়েছে, নেইমার দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। চলতি বছরের শুরুতে আল হিলালের সঙ্গে চুক্তি শেষ করে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন এই তারকা। তার অনুপস্থিতি সান্তোসের জন্য বড় ধাক্কা, কারণ ক্লাবটি এখনও অবনমনের ঝুঁকিতে রয়েছে।

নেইমারের ইনজুরি বিস্তারিত

সান্তোসের টুইট বার্তায় শনিবার জানানো হয়, নেইমারের ঊরুর মাংসপেশির ইনজুরি থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। যদিও মেডিকেল টিম নিশ্চিত করে না কখন তিনি পুরোপুরি মাঠে ফিরবেন।

নেইমারের সান্তোসে ফেরার পর এটি তার তৃতীয় ইনজুরি। শৈশবের ক্লাব ও প্রথম পেশাদার ক্লাব সান্তোসে ফিরে চলতি মরশুমের শুরু থেকেই মূল একাদশের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ইনজুরির আগে শেষ দশ ম্যাচের নয়টিতে শুরুর একাদশে ছিলেন তিনি।

আরো পড়ুন: হাসিবুল শান্ত জাতীয় দলের নির্বাচক, প্রথমবার সালমা খাতুন নারীদের নির্বাচক। 

আন্তর্জাতিক প্রভাব

নেইমারের ইনজুরি সত্ত্বেও ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের জন্য তাকে বিবেচনায় রেখেছেন। তবে তার দলে এখনো ডাক পাননি নেইমার। কোচ পরিষ্কার বলেছেন, নেইমারকে আন্তর্জাতিক ম্যাচে খেলতে হলে পুরোপুরি ফিট হতে হবে; কেবল পারফরম্যান্স দেখার ভিত্তিতে ডাক দেওয়া হবে না।

নেইমারের এই ইনজুরি সান্তোসের সিজনের জন্য দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ ক্লাবটি এখনো অবনমনের ঝুঁকিতে রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ