Thursday, August 21, 2025
Homeনিষিদ্ধ হতে পারে মায়ামির কোচ মাসচেরানো, সেমিফাইনালে থাকছেন না

নিষিদ্ধ হতে পারে মায়ামির কোচ মাসচেরানো, সেমিফাইনালে থাকছেন না

লুইস সুয়ারেজের জোড়ালো পারফরম্যান্সে ইন্টার মায়ামি নাটকীয় জয় পেলেও দুঃসংবাদ পেয়েছে কোচ হাভিয়ের মাসচেরানোকে ঘিরে। লাল কার্ড দেখায় তিনি সেমিফাইনালে ডাগআউটে থাকবেন না। শুধু তাই নয়, নিয়ম ভাঙার অভিযোগে আর্জেন্টাইন কোচের বিরুদ্ধে তিন ম্যাচের নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হয়েছে।

লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগার্স ইউএনএলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল না হলেও শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে বাঁচান উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ।

প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে চাপে পড়ে তারা। ৬৭তম মিনিটে গোল হজম করার পর ম্যাচ হঠাৎ করেই সমতায় চলে যায়। মূল কোচের অনুপস্থিতি দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে অনেকেই মনে করছেন।

প্রথমার্ধ শেষে যোগ করা সময় নিয়ে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন কোচ হাভিয়ের মাসচেরানো। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানাতে গিয়ে তাকে দেখানো হয় লাল কার্ড। ফলে দ্বিতীয়ার্ধে ডাগআউটে থাকতে পারেননি তিনি।

মাসচেরানো মাঠ ছাড়ার পর দায়িত্ব নেন সহকারী কোচ লিয়ান্দ্রো স্টিলিতানো। তবে এই পরিবর্তনের কারণে খেলোয়াড়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে।

নিষিদ্ধ হতে পারে মায়ামির কোচ মাসচেরানো 2

ডাগআউট থেকে বেরিয়ে যাওয়ার পর মাসচেরানো চলে যান ভিআইপি আসনে। নিয়ম অনুযায়ী এ সময় তিনি আর কোনো নির্দেশনা দিতে পারতেন না। কিন্তু টিভি ফুটেজে ধরা পড়ে, তিনি সহকারী কোচকে ভিআইপি আসন থেকে নির্দেশনা দিচ্ছেন এবং ফোনেও যোগাযোগ রাখছেন।

নিয়ম ভাঙার কারণে মাসচেরানো শুধু সেমিফাইনালে নয়, তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বলে জানিয়েছে টুর্নামেন্ট আয়োজক কমিটি। এ সিদ্ধান্ত হলে ফাইনালেও থাকবেন না তিনি, এমনকি পরবর্তী মৌসুমের শুরুতেও থাকতে নাও পারেন।

আরো দেখুন: সুয়ারেসের জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি, চোটে মাঠে নামেননি মেসি

মায়ামির আরেক সহকারী কোচ জাভি মোরালেস বলেন, আমরা শুধু যোগ করা সময় নিয়ে প্রশ্ন তুলেছিলাম। চার মিনিট বলা হলেও ছয় মিনিট খেলা হয়েছে। একজন কোচ হিসেবে এমন প্রশ্ন করতেই পারেন। কিন্তু রেফারি কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।

সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে প্রধান কোচের অনুপস্থিতি ইন্টার মায়ামির জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে। সুয়ারেজদের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও মাসচেরানোর শাস্তি নিয়ে এখন উদ্বেগ বাড়ছে সমর্থক ও ক্লাব কর্তৃপক্ষের মাঝে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ