অস্ট্রেলিয়া সফরের আগে ব্যস্ত অনুশীলনে ছিলেন রোহিত শর্মা। মুম্বাইয়ের শিবাজি পার্কে প্রায় দুই ঘণ্টা ধরে ব্যাটিং প্র্যাকটিস করেন ভারতের এই তারকা ব্যাটার। কিন্তু অনুশীলনের এক পর্যায়ে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা ভেঙে ফেলেছেন নিজের প্রিয় ৬ কোটি টাকার ল্যাম্বরগিনি!
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শিবাজি পার্কের পাশে রাখা রোহিতের দামী লাল ল্যাম্বরগিনিতে বল গিয়ে লাগে। ঘটনাটি ধারণ করা এক ভক্ত ভিডিওতে চিৎকার করে বলেন,
আরে রোহিত, এটা কী করলেন! নিজেই নিজের ল্যাম্বরগিনিটা ভেঙে ফেললেন।
ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় অনলাইনে। যদিও রোহিত বা তাঁর ব্যবস্থাপনা দল এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
আরো পড়ুন:সিরিজ বাঁচানোর লড়াই আজ, বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নিন।
‘অল হার্ট ক্রিকেট একাডেমি’র অনুশীলনে রোহিতের সঙ্গে ছিলেন মুম্বাইয়ের কয়েকজন তরুণ বোলার। দুটি আলাদা নেটে ব্যাটিং অনুশীলন করেন তিনি। পুল, কাট, ইনসাইড–আউট ড্রাইভ সব পরিচিত শটেই দেখা গেছে তাঁকে আগের মতো আত্মবিশ্বাসী ও নিখুঁত টাইমিংয়ে। স্পিনারদের বিপক্ষে মনোযোগ দিয়েছেন সুইপ ও স্লগ সুইপ শটে।
চলতি বছরের মাঝামাঝিতে রোহিত তাঁর গাড়ির সংগ্রহে যোগ করেন এই লাল রঙের ল্যাম্বরগিনি। ভারতের গণমাধ্যম জানিয়েছিল এর দাম ছিল প্রায় ৬ কোটি ২৭ লাখ রুপি রোহিতের জীবনের সবচেয়ে দামী গাড়িগুলোর একটি।
৩৮ বছর বয়সী রোহিত সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে, যে ম্যাচে ভারত টানা দ্বিতীয় আইসিসি শিরোপা জেতে। এরপর বিশ্রামে গেলেও, এবার তিনি ফিরছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে।
তিন ম্যাচের সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর পার্থে। তার আগেই নিজের অনুশীলনের ফাঁকেই এমন এক ‘বিপত্তি’ ঘটিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রোহিত শর্মা।