নিজের ছবি দিয়ে Happy Holi Wishes Image তৈরি করুন ২ মিনিটে

- Advertisement -
নিজের ছবি দিয়ে happy holi wishes

নিজের ছবি দিয়ে Happy Holi Wishes Image তৈরি

Happy Holi 2025: আপনি নিজের ছবি ব্যবহার করে হোলির শুভেচ্ছা জানানোর জন্য ছবি তৈরি করে নিন মাত্র ২ মিনিটে। কিভাবে happy holi wishes image তৈরি করবেন তা নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হল: এছাড়া আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন হাই কোয়ালিটি হোলির শুভেচ্ছা ছবি ও ব্যাকগ্রাউন্ড।

আরো দেখুনঃ ১৫+ শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা ছবি ২০২৫ – দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা

Happy Holi Wishes with Name and Photo Edit

ধাপ-১: নিজের ছবি দিয়ে Happy Holi Photo তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে ‘ প্লে স্টোরে ‘ আর সার্স করতে হবে ” Happy Holi Photo Frame 2025 ” তারপর এপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন।

Happy holi photo frame 2025

ধাপ-২: অ্যাপসটি ইনস্টল করার পর “ওপেন” করুন আর সকল পারমিশন এলাউ করে দিন। এডস শো করবে কয়েক সেকেন্ড এড দেখে ক্লোজ করে দিন। তাহলে আপনাকে হোম পেজে নিয়ে আসবে এপসের।

ধাপ-৩: হোম পেজ থেকে ” Photo Frame ” বাটনে ক্লিক করুন। আর যে সকল পিকচার আপনি তৈরি করবেন তা ‘ My Creation ‘ অপসনে দেখতে পারবেন।

Photo frame home
Star Shanto

ধাপ-৪: আপনি ” Photo Frame ” বাটনে ক্লিক করার পর আপনাকে সকল ফটো ফ্রেমের গ্যালারিতে নিয়ে যাবে আর এখনে আপনি পছন্দ করে নিন কোন ফ্রেমটি আপনার জন্য লাগবে। সেই ফ্রেমের উপর ক্লিক করে পরবর্তী পেজে আসুন।

Photo frame

ধাপ-৫: এডিট অপসনে এসে নিচে দেখুন ” Gallery ” বাটনে ক্লিক করে ফাকা জায়গায় আপনার ছবিটি নিয়ে আসুন। যে ছবি দিয়ে আপনি হোলির শুভেচ্ছা পিকচার তৈরি করবেন। গ্যালারি থেকে ছবি আপলো করার পর দুই আঙ্গুল দিয়ে টেনে ছোট বা বড় করে সুন্দর ভাবে সেট করে দিন।

Photo frame image edit

ধাপ-৬: এবার এই ছবওটিতে কোন নাম বা অন্য কিছু লিখার জন নিচে ” Text ” বাটনে ক্লিক করুন। তারপর পরবর্তী পেজ থেকে আপনার লেখার ফন্ট, কালার ডিজাইন করে নিয়ে আসুন। এবং কোন জায়গায় লেখা দিতে চান সেখানে টেনে লাগিয়ে দিন।

Photo frame text edit

ধাপ-৭: যদি আপনি ছবিতে হোলির স্টিকার লাগাতে চান তাহলে ” Sticker ” অপসন থেকে নিয়ে আসুন।

Photo frame stciker

ধাপ-৮: আপনার ছবিটি সম্পূর্ণ ভাবে ডিজাইন করা হয়ে গেলে নিচে ” Saved ” বাটনে ক্লিক করুন এবং সেভ করে নিন আপনার ফোনের গ্যালারিতে।

Photo frame image saved

তো বন্ধু আপনি আমার দেওয়া উপরের অ্যাপসটি থেকে হোলির শুভেচ্ছা ছবি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আপনি নিজে বানান আর আমাদের এই পোস্টটি শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের কাছে যাহাতে তারাও আপনার মত শুভেচ্ছা ছবি বানাতে পারে।

আপনি মাত্র ২ মিনিটে শুভেচ্ছা পিকচার তৈরি করে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ও ইত্যাদি যে কোন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন। তো এই ধরনের সকল টিপস এবং সকল দিবসের পিকচার পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
Latest news
- Advertisement -
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here