নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত বৃষ্টি-বিঘ্নিত ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের ঝড়ো সেঞ্চুরিতে ভারত তোলে বিশাল সংগ্রহ, জবাবে নির্ধারিত ওভারে ২৭১ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ৫৩ রানের জয় নিশ্চিত করে টুর্নামেন্টের শেষ চারে জায়গা পাকা করে নেয় ভারতীয় দল।
দারুণ ফর্মে থাকা ভারত এবারও দেখাল তাদের আধিপত্য। বৃহস্পতিবার বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।
এর আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ইতিমধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছে। যদিও প্রতিটি দলের হাতে এখনো একটি করে ম্যাচ বাকি থাকায় পয়েন্ট তালিকায় কারা প্রথম তিনে থাকবে, তা এখনো নির্ধারিত হয়নি। ফলে সেমিফাইনালে কোন দল কাদের মুখোমুখি হবে, সেটিও অনিশ্চিত রয়ে গেছে।
স্মৃতি ও রাওয়ালের সেঞ্চুরিতে রানের পাহাড়
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলে ভারত। ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের সেঞ্চুরিতে দল গড়ে তোলে বিশাল স্কোর।
মান্ধানা ৯৪ বলে ১০ চার ও ৪ ছক্কায় করেন ১০৯ রান, আর রাওয়াল খেলেন ১৩৪ বলে ১২২ রানের ধৈর্যশীল ইনিংস। তৃতীয় উইকেটে ৫৫ বলে ৭৭ রান যোগ করেন জেমিমা, যিনি অপরাজিত থেকে দলের রান নিয়ে যান ৩৪০-এ।
আরো পড়ুন : সোহানের ক্যামিওর পরও ৩০০ রান ছুঁয়ে উঠল না বাংলাদেশ
নিউজিল্যান্ডের লড়াই থেমে যায় বৃষ্টিতে
৩২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও মাঝপথে বৃষ্টিতে বাধা পড়ে খেলার। পুনরায় শুরু হলে নিউজিল্যান্ডকে ৪৪ ওভারে ৩২৫ রানের লক্ষ্য দেওয়া হয়। তবে ভারতের বোলারদের শৃঙ্খলিত আক্রমণে ৮ উইকেটে ২৭১ রানেই থেমে যায় কিউইদের ইনিংস। ফলে ডাকওয়ার্থ-লুইস আইনে ৫৩ রানে জয় তুলে নেয় ভারত।

