Wednesday, September 17, 2025
Home‘নাস্তিক’ আখ্যা নিয়ে ক্ষোভ, মুখ খুললেন সাফা কবির

‘নাস্তিক’ আখ্যা নিয়ে ক্ষোভ, মুখ খুললেন সাফা কবির

শোবিজ জগতের আলোচিত মুখ সাফা কবির। ২০১৩ সালে অভিনয় জগতে আসার পর থেকে তিনি নিজের ক্যারিয়ারজুড়ে নির্ভেজাল একটি ইমেজ ধরে রেখেছিলেন। তবে ২০১৯ সালের একটি সাক্ষাৎকারে দেওয়া মন্তব্য তার জীবনে বড় ধরনের বিতর্ক তৈরি করে। তিনি বলেছিলেন— “যে জিনিস চোখে দেখি না, তাতে বিশ্বাস করি না।” এরপর থেকেই একদল নেটিজেন তাকে ‘নাস্তিক’ আখ্যা দেন, যা নিয়ে তৈরি হয় তুমুল সমালোচনা।

‘নাস্তিক আখ্যা নিয়ে ক্ষোভ মুখ খুললেন সাফা কবির 2
সাফা কবির। ছবি: ইন্সটাগ্রাম

সাফার ক্ষোভ আর কষ্ট

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সেই পুরোনো প্রসঙ্গ আবার সামনে আসে। প্রশ্ন করা হয়, তিনি কি পরকালে বিশ্বাস করেন? জবাবে সাফা স্পষ্ট কণ্ঠে বলেন, “আমি বহুবারই বলেছি আমি নাস্তিক নই। কিন্তু মানুষ নেতিবাচক বিষয়টাকেই ধরে রেখেছে।”
তিনি আরও যোগ করেন, “আমাকে কটাক্ষ করা হয়েছে। এমনকি আমার বাবা-মায়ের নামও বদলে দেওয়া হয়েছে। এটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে।”

‘নাস্তিক আখ্যা নিয়ে ক্ষোভ মুখ খুললেন সাফা কবির 4
সাফা কবির। ছবি: ইন্সটাগ্রাম

ব্যক্তিগত বিশ্বাসের কথা

সাফা বলেন, ধর্ম নিয়ে তিনি কখনও প্রকাশ্যে প্রচার করতে চান না। সম্প্রতি ওমরাহ পালন করলেও সেটা সোশ্যাল মিডিয়ায় জানাননি। তার মতে, “আমার ধর্ম, আমার আল্লাহর সঙ্গে যোগাযোগ—এসব একান্তই ব্যক্তিগত।”

আরো পড়ুন: বিকিনি দৃশ্যে হইচই: পেছনের গল্প শোনালেন মিমি চক্রবর্তী

ভুল ব্যাখ্যা আর বাস্তবতা

অভিনেত্রীর ভাষায়, “খুব ছোটবেলায় একটা কথা বলেছিলাম, যা ভিন্নভাবে শোনা গেছে। এরপর যতবারই ব্যাখ্যা দিয়েছি, দুঃখ প্রকাশ করেছি, মানুষ ততবারই আমাকে ভুল বুঝেছে। আমাদের দেশে নেতিবাচক দিককে মানুষ বেশি আঁকড়ে ধরে। ইতিবাচক কিছু বললে সেভাবে গুরুত্ব পায় না।”

‘নাস্তিক আখ্যা নিয়ে ক্ষোভ মুখ খুললেন সাফা কবির 3
সাফা কবির। ছবি: ইন্সটাগ্রাম

সাফার স্পষ্ট বার্তা

অবশেষে সাফা কবির স্পষ্ট জানালেন, “আমি নাস্তিক নই। আমার ব্যক্তিগত বিশ্বাস আর ধর্মীয় অনুশীলন আমার ভেতরেই সীমাবদ্ধ। আমি চাই না, এসব নিয়ে অন্য কেউ বিতর্ক পাকাক।”

আরো পড়ুন:

৩০ কোটি বাজেটে ২০৩ কোটি আয়, ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’ দক্ষিণি সিনেমার নতুন রেকর্ড

মিষ্টি রোমান্স ও চরম টেনশনের ওয়েব সিরিজ

যৌনকর্মী থেকে শীর্ষ নায়িকা: মালা সিনহার জীবনের অবিশ্বাস্য গল্প

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ