নারী বিশ্বকাপের ম্যাচে টসের সময় ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা একে অপরের সঙ্গে হাত মেলাননি। ভারত-পাকিস্তান অধিনায়কের হাত না মেলানো বিষয়টি আবারো নতুন করে আলোচনায় এসেছে। আগেই পুরুষদের এশিয়া কাপে একই ঘটনা দেখা গিয়েছিল। এবার মেয়েদের ক্রিকেটেও একই দৃশ্য ধরা পড়ল কলম্বোয়।
দুই দেশের ক্রিকেট মাঠের দ্বন্দ্ব যেন আর শুধুই ব্যাট-বলের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না। গত মাসে দুবাইয়ে পুরুষদের এশিয়া কাপে সূর্যকুমার যাদব টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাননি। ভারতীয় বোর্ড তখনই জানিয়ে দিয়েছিল তাদের অবস্থান পরিষ্কার, শত্রুভাবাপন্ন দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে এমন আনুষ্ঠানিকতা তারা রাখবে না।
আজকের ম্যাচেও সেই অবস্থান অব্যাহত রেখেছে ভারত। টসে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা জয়ী হয়ে বেছে নিয়েছেন বোলিং। পাকিস্তান আগের ম্যাচে হেরেছিল বাংলাদেশের কাছে, আর ভারত শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল ডিএলএস পদ্ধতিতে ৫৯ রানে। তবে ম্যাচের শুরুতেই অধিনায়কদের এমন আচরণ পুরো ক্রিকেটবিশ্বে আলোচনার জন্ম দিয়েছে।
আরো পড়ুন : ভারত সফরে অস্ট্রেলিয়া দলের স্বাস্থ্য ঝুঁকি, খেলোয়াড়দের খাদ্যতালিকা পরিবর্তন
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া দুই দিন আগেই জানিয়েছিলেন, নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসছে না। তাই ছেলেদের মতো মেয়েদের খেলায়ও সেই কড়াকড়ি বজায় থাকল। অনেকেই মনে করছেন, ক্রিকেট মাঠে কূটনীতির ছায়া পড়ায় খেলোয়াড়দের বন্ধুত্বপূর্ণ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।