Sunday, October 12, 2025
Homeনামিবিয়া বনাম দক্ষিণ আফ্রিকা: শেষ বলে ইতিহাস গড়ল নামিবিয়া

নামিবিয়া বনাম দক্ষিণ আফ্রিকা: শেষ বলে ইতিহাস গড়ল নামিবিয়া

নামিবিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ইতিহাস রচনা করল নামিবিয়া। আইসিসির সহযোগী সদস্য হয়েও পূর্ণ সদস্য দেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো জয় পেল তারা। উইন্ডহুকের নতুন নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত একমাত্র টি-টোয়েন্টিতে শেষ বলের রোমাঞ্চে প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়ে ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করেছে নামিবিয়া।

শনিবারের এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৪ রান। জবাবে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে নামিবিয়া। কুইন্টন ডি কক প্রথম ওভারেই শূন্য রানে ফিরলে চাপা পড়ে যায় প্রোটিয়াদের ব্যাটিং। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যায় একে একে হেন্ড্রিকস, হারম্যান ও প্রিটোরিয়াসরা। দলের পক্ষে জেসন স্মিথ করেন সর্বোচ্চ ৩১ রান।

নামিবিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন রুবেন ট্রাম্পেলম্যান, নেন তিন উইকেট। ব্যাট হাতে দলকে জয়ের পথে এগিয়ে নেন জেন গ্রিন ও ট্রাম্পেলম্যানের ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি। শেষ ওভারে ১০ রান প্রয়োজন থাকলে প্রথম বলেই ছক্কা হাঁকান গ্রিন, তবে নাটকীয়তা থেকে যায় শেষ পর্যন্ত। শেষ বলে চার মেরে ২৩ বলে ৩০ রানের ইনিংস খেলে নামিবিয়াকে ঐতিহাসিক জয় এনে দেন তিনি।

আরো পড়ুন:আর্জেন্টিনা বনাম মেক্সিকো: জ্বলে উঠল তরুণদের, সেমিফাইনালে আর্জেন্টিনা

এই জয়ে নামিবিয়া পূর্ণ সদস্য দেশের বিপক্ষে চতুর্থবার জয় পেল। এর আগে তারা হারিয়েছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে। অন্যদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২২ সালের বিশ্বকাপ হারের পর দ্বিতীয়বার কোনো সহযোগী দেশের বিপক্ষে হারল দক্ষিণ আফ্রিকা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ