চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির জয়গাথায় এবার আলোচনার কেন্দ্রবিন্দু আর্লিং হলান্ড। নাপোলির বিপক্ষে গোল করে তিনি ইতিহাসের দ্রুততম ‘ফিফটি’ ছুঁয়েছেন। ৪৯ ম্যাচেই ৫০ গোল করে কিংবদন্তি রুদ ফন নিস্টলরয়কে পেছনে ফেললেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। ডি ব্রুইনার আবেগঘন প্রত্যাবর্তনেও তাই সবার আলোচনায় ছাপ ফেলেছে হলান্ডের এই রেকর্ড।
ম্যানচেস্টার সিটি বনাম নাপোলির লড়াইয়ে শুরু থেকেই উত্তেজনা ছড়ায়। ইতিহাদে ফিরে মাঠে নামেন ক্লাব কিংবদন্তি কেভিন ডি ব্রুইনা। সিটির দর্শকেরা তাঁকে নায়কোচিত সম্মান দিলেও কোচের কৌশলগত কারণে ম্যাচের ২৬ মিনিটেই তাঁকে বদলি করতে হয়।
তবে নাপোলির জন্য আসল বিপর্যয় আসে ২১ মিনিটে, যখন অধিনায়ক জিওভান্নি ডি লরেঞ্জো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জন নিয়ে খেলতে থাকা ইতালিয়ান ক্লাবকে এরপর চাপের মুখে ফেলে সিটির আক্রমণভাগ।
বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে ফিল ফোডেনের লব থেকে হেডে গোল করেন আর্লিং হলান্ড। এটাই তাঁর চ্যাম্পিয়নস লিগের ৫০তম গোল যা মাত্র ৪৯ ম্যাচে পেয়ে ইতিহাসে দ্রুততম রেকর্ড গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল রুদ ফন নিস্টলরয়ের, ৬২ ম্যাচে।
আরো পড়ুন :অনাহারে শিশুদের মৃত্যু বাড়ছে গাজায়, নতুন তথ্য জানাল ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়
৬৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন জেরেমি ডকু। বক্সের বাইরে থেকে বল নিয়ে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ শটে জালে পাঠান তিনি। ম্যাচে আরও কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেন নাপোলি গোলকিপার ভাঞ্জা মিলিনকোভিচ-সাভিচ, নাহলে ব্যবধান আরও বড় হতো।
শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। ডি ব্রুইনার আবেগঘন ফেরা, কন্তের কৌশল ব্যর্থতা আর হলান্ডের রেকর্ড সব মিলিয়ে ইতিহাদে ছিল এক স্মরণীয় রাত।